Nabanna: ‘বিনা কারণে মানুষের যাতে সমস্যা না হয়’, ডিভিসির জল ছাড়া নিয়ে সতর্ক করল রাজ্য

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

May 06, 2022 | 9:43 PM

West Bengal Chief Secretary H K Dwivedi: এখন থেকেই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খুলতে হবে বিপর্যয় মোকাবিলা করার জন্য। প্রতিটি জেলাকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

Nabanna: বিনা কারণে মানুষের যাতে সমস্যা না হয়, ডিভিসির জল ছাড়া নিয়ে সতর্ক করল রাজ্য
জরুরি বৈঠক নবান্নে। ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: ডিভিসির জল ছাড়া নিয়ে ফের ক্ষোভ প্রকাশ রাজ্যের। বিনা কারণে মানুষের যাতে সমস্যা না হয়, তা নিশ্চিত করতে হবে। সম্প্রতি জল ছাড়া নিয়ে ডিভিসি – রাজ্য যুগ্ম কমিটি তৈরি হয়েছে। সেই কমিটিকে শুক্রবার সতর্ক থাকার কথা বললেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। স্পষ্টভাষায় বলে দিয়েছেন, “প্রতিমুহূর্তে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নিবেন আপনারা,যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়।” বৈঠকে উপস্থিত ডিভিসির প্রতিনিধিদের সামনেই এই কথা বলেন রাজ্যের মুখ্য সচিব। বৈঠকে তাঁর আরও বার্তা, এখন থেকেই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খুলতে হবে বিপর্যয় মোকাবিলা করার জন্য। প্রতিটি জেলাকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

উল্লেখ্য, সাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে পূর্ব উপকূলের দিকে ধেয়ে এলে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এমন এক পরিস্থিতির মধ্যেই শুক্রবার রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিপর্যয় সংক্রান্ত একটি বৈঠক করে নিলেন নবান্নে।

ডিভিসি থেকে জল ছাড়াকে কেন্দ্র করে অতীতে বার বার সংঘাতের বাতাবরণ দেখা গিয়েছে। ‘ম্যান মেড’ বন্যার মতো তত্ত্বও শোনা গিয়েছে। গত বছরও মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল, যেভাবে জল ছাড়া হয়েছে, তা অপরাধ। রাজ্যের কম বেশি প্রায় আটটি জেলা ডিভিসির ছাড়া জলের দ্বারা প্রভাবিত হয়। বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেই নিয়ে ডিভিসি কর্তৃপক্ষ তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মাঝে মধ্যেই সুর চড়াতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একসঙ্গে যাতে বেশি পরিমাণে জল ছাড়া না হয়, সেই কথাও বার বার অনুরোধ করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন রাজ্যে যখন ফের বৃষ্টি শুরু হয়েছে, ঘূর্ণাঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে, তখন আগেভাগে তৈরি থাকছে রাজ্য সরকার। জল ছাড়ার জন্য সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে ডিভিসি – রাজ্য যুগ্ম কমিটিকে।

Next Article