CM Mamata Banerjee meeting with junior doctors: ‘তোমরা চা খাবে?’, মমতার অনুরোধ কেন প্রত্যাখ্যান করলেন জুনিয়র ডাক্তাররা?

CM Mamata Banerjee meeting with junior doctors: এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। সেই বৈঠক চলাকালীন জুনিয়র ডাক্তারদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "তোমরা কি চা খাবে?" মুখ্যমন্ত্রীকে তখন একজন জুনিয়র ডাক্তার বলেন, "না ম্যাডাম, ঠিক আছে।"

CM Mamata Banerjee meeting with junior doctors: 'তোমরা চা খাবে?', মমতার অনুরোধ কেন প্রত্যাখ্যান করলেন জুনিয়র ডাক্তাররা?
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তাররা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2024 | 6:19 PM

কলকাতা: কালীঘাটের পর নবান্ন। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের চা খাওয়ার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এবারও সেই অনুরোধ ফেরালেন জুনিয়র ডাক্তাররা।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে গত ৯ অগস্টের পর থেকে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। সেপ্টেম্বরের মাঝামাঝি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে বৈঠকের জন্য জুনিয়র ডাক্তারদের মেইল পাঠিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু, বৈঠক লাইভ স্ট্রিমিং করা নিয়ে মতানৈক্যের জেরে সেই বৈঠক হয়। দীর্ঘক্ষণ অপেক্ষা করে দুই পক্ষই। তখন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মমতা বলেছিলেন, “বৈঠক না করো, অন্তত এক কাপ চা খেয়ে যাও।” বৃষ্টিতে ভিজছিলেন আন্দোলনকারীরা। তাঁদের বৃষ্টিতে না ভেজার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর চা খাওয়ার অনুরোধ সেদিন ফেরান আন্দোলনকারীরা।

সেই ঘটনার প্রায় এক মাস পর এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। সেই বৈঠক চলাকালীন জুনিয়র ডাক্তারদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “তোমরা কি চা খাবে?” কয়েক মুহূর্ত থেমে তিনি বলেন, “চায়েও না?” মুখ্যমন্ত্রীকে তখন একজন জুনিয়র ডাক্তার বলেন, “না ম্যাডাম, ঠিক আছে।” অন্য আর এক জুনিয়র ডাক্তার অনশনকারীদের প্রসঙ্গ তুলে বলেন, “ম্যাডাম আমাদের ১৭ জন অনশনে আছে।”

মুখ্যমন্ত্রী তখন জুনিয়র ডাক্তারদের উদ্দেশে বলেন, “তোমরা তো তোমাদের খাওয়া দাওয়া করছো। যারা অনশন করছে, তাদের তো খেতে বলছি না। যারা করছো না, তাদের বলছি।” জুনিয়র ডাক্তাররা তারপরও চা খাওয়ার অনুরোধ ফেরান। তখন মুখ্যমন্ত্রী বলেন, “যারা যারা চা খাবে, তাদের দিও।”