Durga Puja Video: ত্রিধারায় ভিড়ের মধ্যে লাইন দিয়ে ঠাকুর দেখলেন অধীর

Tridhara Durga Puja: মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়। সেই ভিড়ের মধ্যেই লাইন দিয়ে ঠাকুর দেখছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই ভিড়ের মধ্যে মিশে গিয়েছেন তিনি। তৃতীয়ার সন্ধেয় ত্রিধারা সম্মিলনীর ঠাকুর দেখার লাইনে ধরা পড়ল সেই ছবি।

Durga Puja Video: ত্রিধারায় ভিড়ের মধ্যে লাইন দিয়ে ঠাকুর দেখলেন অধীর
ত্রিধারায় ঠাকুর দেখতে লাইনে অধীর চৌধুরীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 12:00 AM

কলকাতা: শহরের সব বড় পুজো মণ্ডপগুলির উদ্বোধন হয়ে গিয়েছে। তৃতীয়ার সন্ধেয় কলকাতার রাজপথে মানুষের ঢল। মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়। সেই ভিড়ের মধ্যেই লাইন দিয়ে ঠাকুর (Durga Puja) দেখছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই ভিড়ের মধ্যে মিশে গিয়েছেন তিনি। তৃতীয়ার সন্ধেয় ত্রিধারা সম্মিলনীর ঠাকুর দেখার লাইনে ধরা পড়ল সেই ছবি। লাইন দিয়ে বাকিদের সঙ্গে মিলে মিশেই ঠাকুর দেখছেন তিনি। বলছেন, ‘বেশ ভালই লাগছে। এগুলোই তো উপভোগ করার বিষয়।’

মহালয়ার সন্ধে থেকেই শহরের বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে ভিড় জমতে শুরু করেছিল। দিন যত এগিয়েছে, তত ভিড় বেড়েছে পুজো মণ্ডপগুলিতে। ভিড়ের বিষয়ে প্রতি বছরই শহরের অন্য পুজোগুলিকে টেক্কা দেয় ত্রিধারা সম্মিলনীর পুজো। এবারও সেই চেনা ছবি ত্রিধারা সম্মিলনীতে। ষষ্ঠী-সপ্তমী এখনও আসেনি, তার আগেই কাতারে কাতারে মানুষ এসে ভিড় জমিয়েছেন ত্রিধারায়। এবার ত্রিধারার মণ্ডপের থিম উৎসব। যেমন মণ্ডপ সজ্জা, তেমন আলোক সজ্জা। আর সেই ঝা চকচকে দৃষ্টিনন্দন প্রতিমা দেখতে তৃতীয়ার সন্ধেতেই ত্রিধারায় পৌঁছে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরবাবু। একেবারে ভিড়ের সঙ্গে মিশে গিয়ে ঠাকুর দেখার আনন্দে সামিল অধীররঞ্জন চৌধুরী।

Adhir in Tridhara

ত্রিধারার ঠাকুর দেখার লাইনে অধীর

তৃতীয়ার এই সন্ধেয় তিনি আর কোনও রাজনীতিক নন, একেবারে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই লাইন দিয়ে ঠাকুর দেখলেন তিনি। ঘুরে দেখলেন ত্রিধারার মণ্ডপসজ্জা। মণ্ডপের ভিতরেও বেশ কিছুক্ষণ সময় কাটালেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Tridhara

ত্রিধারা সম্মিলনীর দেবী প্রতিমা

উল্লেখ্য, তৃতীয়ার সন্ধেয় কলকাতার আরও এক বড় দুর্গাপুজো শ্রীভূমির মণ্ডপে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে পুজো মণ্ডপ ও দেবী প্রতিমা পরিদর্শন করেন রাজ্যপাল। আর সন্ধেয় ত্রিধারার ভিড়ের মধ্যে দেখা মিলল অধীরবাবুর।