Partha Chatterjee: আজ জামিন পেয়ে গেলেন পার্থ, সঙ্গে সঙ্গে ছুটলেন SSKM-এ
Partha Chatterjee: গত বছরের ১৩ ডিসেম্বর ইডির মামলায় পার্থকে জামিন দিতে নিম্ন আদালতকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ১ ফেব্রুয়ারির মধ্যে প্রাক্তন মন্ত্রীকে জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কলকাতা: কেটে গিয়েছে আড়াই বছরের বেশি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার করা হয় তাঁকে। তারপর থেকে জেলে রয়েছেন। অবশেষে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার নিম্ন আদালত সুপ্রিম কোর্টের দেওয়া জামিনের নির্দেশ কার্যকর করল। এবার কি জেল থেকে মুক্তি পাবেন প্রাক্তন মন্ত্রী?
গত বছরের ১৩ ডিসেম্বর ইডির মামলায় পার্থকে জামিন দিতে নিম্ন আদালতকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ১ ফেব্রুয়ারির মধ্যে প্রাক্তন মন্ত্রীকে জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ১ ফেব্রুয়ারির আগেই যদি চার্জ গঠন ও সাক্ষীদের বয়ান নেওয়া হয়ে যায়, তাহলে তার আগেও পার্থকে নিম্ন আদালত জামিন দিতে পারত।
সেইমতো চার্জ গঠন হয়ে যাওয়ায় এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হওয়ায় নিম্ন আদালত এদিন পার্থকে জামিন দেয়। এদিন ইডি আদালত দুটি ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকার বন্ডে পার্থর জামিন মঞ্জুর করেছে।
এই খবরটিও পড়ুন
তবে এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না পার্থ। সিবিআই-র প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা এখনও চলছে তাঁর বিরুদ্ধে। ফলে ইডির মামলায় জামিন পেলেও জেলে থাকতে হবে পার্থকে।
এদিকে এদিন শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন পার্থ। তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে তাঁকে। চিকিৎসকরা তাঁকে পরীক্ষার পর সিদ্ধান্ত নেবেন, হাসপাতালে ভর্তি নেওয়া হবে নাকি জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। জানা গিয়েছে, কিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন পার্থ।