Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA: ‘বকেয়া DA চাই-ই’, আগামী ২১ ও ২২ তারিখ পূর্ণদিবস কর্ম বিরতির ডাক সরকারি কর্মচারীদের

DA Protest: এরই মধ্যে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি রাজ্যের সম্ত সরকারি অফিসগুলিতে পূর্ণদিবস কর্ম বিরতির ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ।

DA: 'বকেয়া DA চাই-ই', আগামী ২১ ও ২২ তারিখ পূর্ণদিবস কর্ম বিরতির ডাক সরকারি কর্মচারীদের
৩ শতাংশ ডিএ নিয়ে চরম অসন্তোষ
Follow Us:
| Updated on: Feb 16, 2023 | 11:10 AM

কলকাতা: বকেয়া ডিএ (DA) মহার্ঘ ভাতার দাবিতে ইতিমধ্যেই রাস্তায় আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মীরা। লাগাতার অনশন করছেন তাঁরা। বুধবার রাজ্য বাজেটে মার্চ মাস সমস্ত সরকারি কর্মচারীরা অতিরিক্ত তিন শতাংশ মহার্ঘ ভাতা (DA) পাবেন বলে ঘোষণা করেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhatterjee)। তবে এতেও খুশি হননি সরকারি কর্মচারীরা। সরকারি কর্মীদের বক্তব্য অনুসারে, বকেয়া ডিএ ৩৯ শতাংশ। সরকারি কর্মীদের জন্য বরাদ্দ হয়েছে ৩ শতাংশ। ফলত, আন্দোলন যে থামবে না তা জানিয়ে দিয়েছেন তাঁরা। এরই মধ্যে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি রাজ্যের সম্ত সরকারি অফিসগুলিতে পূর্ণদিবস কর্ম বিরতির ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ।

বুধবার যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারকে তাদের সমস্ত বকেয়া মাহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। এই দাবিতে সরব হয়েছে তারা। সেই কারণেই কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছে।

এর আগেই আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছিলেন, বকেয়া টাকা না পেলে রাজ্যকে অচল করে দেওয়া হবে। কোনও কাজ তাঁরা করবেন না। লাগাতার আন্দোলন করবেন।

প্রসঙ্গত, কেয়া ডিএ-এর দাবিতে গত ৭ দিন ধরে ধর্মতলায় শহিদ মিনারের সামনে অনশনে বসেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই নিয়ে ২১ দিন হতে চলল তাঁদের অবস্থান। সরকারি এই কর্মীদের সাফ বক্তব্য, তাঁদের দাবি না মিটলে অনশন জারি থাকবেই।

গতকাল এক সরকারি কর্মী বলেন, “রাজ্যকে অচল করে দেওয়া হবে। লাগাতার আন্দোলনের পথে যাব। সাধারণ মানুষ যে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তার দায় সরকারের। সরকার বাধ্য করছে শিক্ষক ও সরকারি কর্মীদের কাজ থেকে বিরত থাকতে বাধ্য করতে। অবিলম্বে ৩৯ শতাংশ ডিএ ঘোষণা করতে হবে।”

আরেক কর্মীর বক্তব্য, “আমাদের ৩৯ শতাংশ ডিএ সুদ সমেত ফেরত দিতে হবে। এটা দীর্ঘদিনের লড়াই। আমরা ভিক্ষার জন্য এখানে সংসার, বাড়িঘর ছেড়ে বসিনি।” পরবর্তী পদক্ষেপ আলোচনার মাধ্যমে যৌথ মঞ্চ ঠিক করবে বলে জানিয়ে দেন তিনি। আরও এক সরকারি কর্মীর বক্তব্য, “আমরা ৩৯ শতাংশ বকেয়া চাই। আমরা পাটীগণিত বুঝিয়ে দেব ওঁকে, ৩ শতাংশ দিয়ে ৩৯ শতাংশকে ঢাকা যায় না। আমাদের দাবি যতক্ষণে না আদায় হচ্ছে, লড়াই চলবে।”

যদিও আগেই সরকারি কর্মীদের এই আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা-মন্ত্রী। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “যাঁরা ডিএ নিয়ে আন্দোলন করে এই ভাষা বলছেন, তাঁরা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করছেন। তাঁরা জানেন কেন্দ্রীয় সরকারি বিপুল পরিমাণ টাকা বকেয়া রেখেছিলেন বলে এই ধরনের সমস্যা হচ্ছে। অনেক কষ্টে রাজ্য সরকারকে কাজ করতে হচ্ছে। রাজ্য সরকার প্রান্তিক মানুষ, গরিব মানুষদের সামাজিক সুরক্ষাকে সুনিশ্চিত করছে।”

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'