C V Ananda Bose: ‘জন মঞ্চ’ চালু হচ্ছে রাজভবনে, ভোট পরবর্তী হিংসা ঠেকাতে তৎপর রাজ্যপাল বোস
Election Counting: ভোটগণনার আগে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করে রাখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের পিস রুম আরও সক্রিয় হয়েছে। পাশাপাশি 'জন মঞ্চ' একটি নতুন পোর্টালও চালু করছেন রাজ্যপাল বোস। নির্বাচন পরবর্তী হিংসার পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে কারণেই এই বিশেষ পোর্টাল চালু করার উদ্যোগ নিয়েছেন বাংলার সাংবিধানিক প্রধান।

কলকাতা: বাংলায় নির্বাচন পরবর্তী হিংসার অতীত ইতিহাস রয়েছে। যদিও এবারের ভোট তুলনামূলকভাবে নির্বিঘ্নেই হয়েছে এখনও পর্যন্ত। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে বাংলার ভোট পর্ব। কমিশনও বাংলার ভোটে সন্তুোষ প্রকাশ করেছে। তবে ভোটগণনার আগে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করে রাখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের পিস রুম আরও সক্রিয় হয়েছে। পাশাপাশি ‘জন মঞ্চ’ একটি নতুন পোর্টালও চালু করছেন রাজ্যপাল বোস। নির্বাচন পরবর্তী হিংসার পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে কারণেই এই বিশেষ পোর্টাল চালু করার উদ্যোগ নিয়েছেন বাংলার সাংবিধানিক প্রধান।
রাজভবন থেকে জানানো হয়েছে, রাজ্যের সাধারণ মানুষ এই পোর্টালের মাধ্যমে নিজেদের অভিযোগের কথা রাজ্যপালকে জানাতে পারবেন। ‘জন মঞ্চ’ পোর্টালের পাশাপাশি একটি ইমেল আইডি ও একটি টেলিফোন নম্বরও প্রকাশ করেছে রাজভবন। রাজ্যের কোথাও কেউ কোনও সমস্যায় পড়লে, তাঁদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যপাল একটি র্যাপিড রেসপন্স টিমও তৈরি করেছেন। রাজভবন থেকে জানানো হয়েছে, আগামিকাল অর্থাৎ ভোটগণনার দিন সর্বক্ষণ ফোনে পাওয়া যাবে রাজ্যপালকে।
উল্লেখ্য, এর আগে পঞ্চায়েত নির্বাচনের সময়েও যখন অশান্তি ও গোলমালের অভিযোগ উঠে এসেছিল, তখনও একেবারে গ্রাউন্ড জিরোয় পৌঁছে সেখানকার সাধারণ মানুষের সমস্যার কথা শুনেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যখন যেখান থেকে অভিযোগ এসেছে, সেখানেই পৌঁছে যাওয়ার চেষ্টা করেছেন। আর এবার লোকসভা ভোট পর্বেও গোলমাল-অশান্তি ঠেকাতে সতর্ক রাজ্যপাল সিভি আনন্দ বোস।





