Guillain Barre Syndrome: গিলেন-ব্যারি সিনড্রোম কি কলকাতাতেও হানা দিচ্ছে? UPDATE দিল স্বাস্থ্য ভবন

Sourav Dutta | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 28, 2025 | 12:28 PM

Guillain Barre Syndrome: স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ওই রোগের কারণে অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালিসিস হয়ে যেতে পারে রোগীর। সাধারণত শরীরে কোনও ইনফেকশন থেকে শরীরে বাসা বাঁধে এই রোগ।

Guillain Barre Syndrome: গিলেন-ব্যারি সিনড্রোম কি কলকাতাতেও হানা দিচ্ছে? UPDATE দিল স্বাস্থ্য ভবন
স্বাস্থ্য ভবন (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: পুনেতে গিলেন-ব্যারি সিনড্রোমে অন্তত ১১১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মহারাষ্ট্রে একজনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়াচ্ছে কলকাতাতেও। করোনার মতো এক শহর থেকে আর এক শহরে ছড়িয়ে পড়বে না তো এই রোগ? এমন প্রশ্নই তুলছেন অনেকে। এবার সেই গিলেন-ব্যারি সিনড্রোম নিয়ে বিবৃতি প্রকাশ করল স্বাস্থ্য ভবন।

চিকিৎসকরা আগেও জানিয়েছেন যে এই সিনড্রোম নতুন নয়। কলকাতা তথা বাংলায় আগেও অনেকে আক্রান্ত হয়েছেন অনেকে। স্কুল পড়ুয়া থেকে বয়স্ক, বিভিন্ন বয়সে এই রোগে আক্রান্ত হতে দেখা যায় অনেককেই। তবে আক্রান্তের সংখ্যা কখনই মাত্রা ছাড়া হয়নি।

মঙ্গলবার এই বিষয়ে বিবৃতি প্রকাশ করেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। তিনি জানিয়েছেন,  গিলেন-ব্যারি সিনড্রোম কোনও নতুন রোগ নয়। তিনি জানিয়েছেন, বিক্ষিপ্তভাবে ওই এই রোগে আক্রান্ত হন অনেকেই। ভারতে ও বাংলায় আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়।

স্বাস্থ্য সচিব আরও জানিয়েছেন, ওই রোগের কারণে অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালিসিস হয়ে যেতে পারে রোগীর। তবে আপাতত পশ্চিমবঙ্গে ভয়ের কোনও কারণ নেই। গত এক মাসে বাংলায় নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন স্বাস্থ্য সচিব। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, সাবধানে থাকা জরুরি।

সাধারণত, পেটে বা ফুসফুসে কোনও রকম সংক্রমণ হলে, তার থেকে হতে পারে এই অটোইমিউন ডিজিজ। আর তার জেরে হাত-পা অবশ হতে শুরু করে। অনেক ক্ষেত্রে প্রাণঘাতীও হতে পারে এই রোগ।