Sandip Ghosh: আরও বিপাকে সন্দীপ ঘোষ, শুনানির ২৪ ঘণ্টা আগেই বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন

Sourav Dutta | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 28, 2025 | 1:02 PM

Sandip Ghosh: আরজি কর মামলায় গত বছরের নভেম্বরে চার্জশিট জমা পড়লেও স্বাস্থ্য ভবন এন‌ওসি না দেওয়ায় ঝুলেছিল চার্জগঠন। সুপ্রিম কোর্টেও বিষয়টি উল্লেখ করেছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

Sandip Ghosh: আরও বিপাকে সন্দীপ ঘোষ, শুনানির ২৪ ঘণ্টা আগেই বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন
সন্দীপ ঘোষ (ফাইল ছবি)
Image Credit source: Getty Image

Follow Us

কলকাতা: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জফ্রেমে অনুমতি দিল স্বাস্থ্য ভবন। শুনানির ২৪ ঘণ্টা আগেই মিলল অনুমতি। আরজি কর-কাণ্ডে দুটি পৃথক মামলায় গ্রেফতার হয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। একটি মামলায় জামিন পেয়ে যান তিনি। তবে অপর মামলা থেকে অব্যাহতি না পাওয়ায় আপাতত জেলেই আছেন সন্দীপ ঘোষ।

আরজি কর মামলায় গত বছরের নভেম্বরে চার্জশিট জমা পড়লেও স্বাস্থ্য ভবন এন‌ওসি না দেওয়ায় ঝুলেছিল চার্জগঠন। সুপ্রিম কোর্টেও বিষয়টি উল্লেখ করেছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। কেন চার্জ গঠনের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হচ্ছে না, তা নিয়ে লাগাতার সরব ছিল বিরোধী চিকিৎসক সংগঠনগুলি।

বারবার বলেও কাজ না হ‌ওয়ায় আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা করেন। মঙ্গলবার শুনানি হওয়ার কথা ছিল। তার আগেই সোমবার সন্ধ্যায় সিবিআই-কে এন‌ওসি দিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন। অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জগঠনে আর কোনও বাধা নেই। বিচারপতি তীর্থ‌ঙ্কর ঘোষ সাতদিনের মধ্যে সিবিআইয-এর বিশেষ আদালতকে চার্জ গঠন করে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, খুন-ধর্ষণ মামলা থেকেও অব্যহতি পেলেও আর্থিক দুর্নীতির মামলায় এখনও জেলেই আছেন সন্দীপ ঘোষ।