AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Governor: ‘বাংলা মেয়েদের জন্য নিরাপদ নয়’, বিস্ফোরক রাজ্যপাল, জবাব দিল তৃণমূল

Governor CV Ananda Bose: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে। দিন তিনেক আগে নির্যাতিতাকে দেখে দুর্গাপুরে গিয়েছিলেন রাজ্যপাল বোস। সেইসময় তিনি বলেছিলেন, "বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছেন।" দুর্গাপুরকাণ্ড নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট পাঠিয়েছেন তিনি।

Governor: 'বাংলা মেয়েদের জন্য নিরাপদ নয়', বিস্ফোরক রাজ্যপাল, জবাব দিল তৃণমূল
রাজ্যপাল সিভি আনন্দ বোসImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 17, 2025 | 4:51 PM
Share

কলকাতা: দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা। সম্প্রতি প্রকাশিত ২০২৩ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (NCRB)-র রিপোর্টে একথা উল্লেখ করা হয়েছে। তা নিয়ে শাসক-বিরোধী তরজাও বাধে। এই আবহে দুর্গাপুরকাণ্ডের পর রাজ্যপাল সিভি আনন্দ বোস বললেন, ‘রাজ্যে মেয়েরা নিরাপদ নয়।’ এই নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো রিপোর্টে যা বলার বলেছেন বলে জানালেন তিনি।

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে। দিন তিনেক আগে নির্যাতিতাকে দেখে দুর্গাপুরে গিয়েছিলেন রাজ্যপাল বোস। সেইসময় তিনি বলেছিলেন, “বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছেন।” দুর্গাপুরকাণ্ড নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট পাঠিয়েছেন তিনি।

এবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপাল বললেন, “বাংলা মেয়েদের জন্য নিরাপদ নয়। আইনশৃঙ্খলা অবস্থা ভাল নেই। এটা আমার মতামত।” ঘটনাস্থল পরিদর্শন এবং নির্যাতিতা ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলে তাঁর এই উপলব্ধি হয়েছে বলে রাজ্যপাল জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো রিপোর্টে যা জানানোর জানিয়েছেন তিনি।

রাজ্যপালের এই মন্তব্য নিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “বাংলা মেয়েদের জন্য নিরাপদ। এটা বলছে এনসিআরবি রিপোর্ট। মেয়েদের উপর সবচেয়ে বেশি আক্রমণ হয় রাজস্থান, উত্তর প্রদেশ তারপর মধ্য় প্রদেশে। এটা আমাদের তৈরি রিপোর্ট নয়, এটা রাজ্যপাল জানেন না? পশ্চিমবঙ্গ নিয়ে রাজ্যপালের এই রিপোর্ট ভুল এবং রাজনৈতিক অভিসন্ধিমূলক। তিনি বিজেপির কথাতেই এরকম রিপোর্ট দিচ্ছেন এবং কথা বলছেন। একটা কথা আমি বলতে পারি, রাজভবন মেয়েদের জন্য নিরাপদ নয়। ফলে রাজ্যপালের মুখে এসব কথা মানায় না।”