BJP Office: হেস্টিংসের পর্ব মিটিয়ে এবার সল্টলেকে বিজেপির নতুন অফিস, আজই হল গৃহপ্রবেশ

BJP: তবে হেস্টিংসের অফিস না থাকলেও ৬ নম্বর মুরলীধর সেন লেনে বিজেপির আদি দফতর থাকছে আগের মতোই।

BJP Office: হেস্টিংসের পর্ব মিটিয়ে এবার সল্টলেকে বিজেপির নতুন অফিস, আজই হল গৃহপ্রবেশ
পুজোয় সুকান্ত মজুমদার, রাহুল সিনহারা।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2023 | 2:59 PM

কলকাতা: ২০২১ সালের ভোটের সময় বঙ্গ বিজেপির (Bengal BJP) তরফে নতুন অফিস নেওয়া হয় হেস্টিংসে। সেখান থেকে নির্বাচনী কার্যবিধি পরিচালনা করা হয়। নির্বাচন সংক্রান্ত বৈঠক, নানা রণকৌশল স্থির হয়েছে ওই অফিস থেকে। তবে এবার সেই অফিস পুরোপুরি ছেড়ে দিল বিজেপি। পঞ্চায়েত ভোটের আগে সল্টলেকে স্বাস্থ্যভবনের পাশের গলিতে নতুন অফিস নেওয়া হল এবার। শুক্রবার এই অফিসের গৃহপ্রবেশ হয়। ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিনহা-সহ অন্যান্য নেতারা। চারতলা বাড়ির পুরোটাই বিজেপির অফিস। মিটিং রুম, বিভিন্ন মোর্চার ঘর যেমন রয়েছে, তেমনই রয়েছে সভাপতি-সহ রাজ্য নেতাদের আলাদা চেম্বার। এবার থেকে এখানে বসেই কাজ করবে আইটি সেল।

সামনেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। বছর ঘুরতেই আবার লোকসভা নির্বাচন। এই দুই ভোটকে মাথায় রেখেই এই নতুন অফিস নিল বিজেপি। কড়া নিরাপত্তায় মোড়া থাকবে এই অফিস। সকলের জন্য এই অফিসের ভিতরে ঢোকার অনুমতি মিলবে না। সমস্ত দলীয় বৈঠক বা বড় কর্মিসভা এবার থেকে এই অফিসেই হবে।

তবে হেস্টিংসের অফিস না থাকলেও ৬ নম্বর মুরলীধর সেন লেনে বিজেপির আদি দফতর থাকছে আগের মতোই। তবে এখানে এখন থেকে রাজ্য অফিসের একটা অংশের কাজ চলবে। এ ছাড়া রাজ্য নেতাদের বসার জায়গা থাকছে এই অফিসেও। কয়েক দশকের পুরনো এই অফিস। বিজেপির বহু স্মৃতির সাক্ষী সে।

১৯২৬ সালে এই অফিস ভাড়া নেওয়া হয়েছিল। বিজেপির প্রায় সব বড় নেতা-ই এই অফিসে এসেছেন। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই অফিসে আসতেন। মুরলী সেন লেনের গলিতে বৈঠকের পর সবার সঙ্গে চাও খেতেন তিনি। তাই এই অফিস বন্ধ করার কোনও পরিকল্পনাই নেই বিজেপির। এই অফিসের একাংশ এবার ছেড়ে দেওয়া হবে উওর কলকাতা বিজেপিকে। সেখানে তারা সংগঠনের কাজ করবেন। আরেক অংশ থেকে চলবে রাজ্য অফিস।