Partha Chatterjee: ত্রিপুরা-সাগরদিঘিতে তৃণমূলের খারাপ ফল শুনে পার্থ বললেন…

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 02, 2023 | 4:50 PM

Partha Chatterjee: গত জুলাই থেকে মার্চ, এই ৮ মাসে জল গড়িয়েছে বহুদূর। দল তাঁকে দূরে ঠেলেছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী থেকে সাধারণ মানুষের কাছে 'দাপুটে' পার্থ হয়েছেন 'ভিলেন'।

Partha Chatterjee: ত্রিপুরা-সাগরদিঘিতে তৃণমূলের খারাপ ফল শুনে পার্থ বললেন...
পার্থ চট্টোপাধ্যায়

Follow Us

কলকাতা: সাগরদিঘির উপনির্বাচনের ফল যখন তৃণমূলের জন্য মোটে সুখকর নয়, সেই সময় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মন্তব্যে ঘিরে জোর চর্চা বিভিন্নমহলে। এদিন সংশোধনাগার থেকে বেরোনোর সময় পার্থকে বলতে শোনা যায়, “তৃণমূল দল থাকার, থাকবে। আরও বাড়বে।” একইসঙ্গে তিনি বলেন, সাগরদিঘি ও ত্রিপুরার ফল নিয়ে দল নিশ্চই পর্যালোচনা করবে। নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার কয়েক দিনের মধ্যেই দল পার্থর সমস্ত পদই কেড়ে নিয়েছে। জনভোটে জেতা বিধায়ক পদটুকু ছাড়া আপাতত রাজনৈতিক আর কোনও পরিচিতিই তাঁর নেই। তবে পার্থ কিন্তু বারবার বোঝাতে মরিয়া, তিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী। মনেপ্রাণে তিনি এখনও ঘাসফুলেরই।

গত ২৩ জুলাই গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি। তার আগের দিন রাতভর নাকতলার বাড়িতে জিজ্ঞাসাবাদ চলে। অন্যদিকে ২২ তারিখই গ্রেফতার হন পার্থর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। ইডির বক্তব্য ছিল, পার্থ বারবার বয়ান বদল করেছেন। শুধু তাই নয় তদন্তে অসহযোগিতারও অভিযোগ উঠেছিল প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। এরপরই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত হয়।

জুলাই থেকে মার্চ, এই ৮ মাসে জল গড়িয়েছে বহুদূর। দল তাঁকে দূরে ঠেলেছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী থেকে সাধারণ মানুষের কাছে ‘দাপুটে’ পার্থ হয়েছেন ‘ভিলেন’। হাজার হাজার যোগ্য ছেলে মেয়ের চাকরি না পাওয়ার অন্যতম কারিগর হিসাবে তাঁকেই দোষী ঠাওরেছেন তামাম রাজ্যবাসী। আদালতে নিয়ে যাওয়ার সময় পার্থকে লক্ষ্য করে জুতো পর্যন্ত ছোড়া হয়েছে।

এরপরও কখনও ভার্চুয়ালি, কখনও সশরীরে আদালতে হাজিরা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কখনও জামিনের আবেদন করেছেন, কখনও বলেছেন, তাঁকে রাজনৈতিক স্বার্থে আটকে রাখা হচ্ছে। তিনি দাবি করেছেন, এতগুলো মাস কেটে গেল, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ ‘এজেন্সি’ দাখিল করতে পারেনি। তারপরও আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন। পাল্টা তদন্তকারীরা আদালতে বলেছেন, পার্থ প্রভাবশালী। তাঁকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে। আদালতের নির্দেশে ‘বিচারাধীন বন্দি’ই এখন পার্থর একমাত্র পরিচয়।