AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: নিজের বর্ধিত বেতন DA আন্দোলনকারীদের দেবেন শুভেন্দু

Suvendu Adhikari: আজ শুভেন্দু অধিকারী নিজে পৌঁছে গেলেন আন্দোলনরত সরকারি কর্মচারীদের কাছে। নিজের বেতন ও ভাতা-বাবদ বর্ধিত অর্থ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেন তিনি।

Suvendu Adhikari: নিজের বর্ধিত বেতন DA আন্দোলনকারীদের দেবেন শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 6:54 PM
Share

কলকাতা: বকেয়া মহার্ঘভাতার দাবিতে রাজ্যের সরকারি কর্মচারীরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গতমাসেই ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের এক প্রতিনিধিদল দেখা করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। বিধানসভায় শুভেন্দুর ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন ভাস্কর ঘোষরা। আর আজ শুভেন্দু অধিকারী নিজে পৌঁছে গেলেন আন্দোলনরত সরকারি কর্মচারীদের কাছে। নিজের বেতন ও ভাতা-বাবদ বর্ধিত অর্থ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেন তিনি।

আন্দোলনরত সরকারি কর্মচারীদের সঙ্গে এদিন বিকেলে দেখা করেন শুভেন্দু। এরপর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, ‘আমি আমার বাড়তি অর্থ চেকের মাধ্যমে তাঁদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছি। আমি আমার চেক এনাদের পাঠিয়ে দেব। ওনাদের যতক্ষণ না ডিএ-র দাবি পূরণ হয়, যতক্ষণ আইনি লড়াই চলবে, এটা সমুদ্রের মধ্যে আমার সামান্য বিন্দু ধরতে পারেন।’

সম্প্রতি রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বেতন ও ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মন্ত্রী ও বিধায়কদের প্রত্যেকের বেতন চার গুণ বাড়ানো হয়েছে। এক লাফে ৪০ হাজার টাকা বেড়েছে বাংলার মন্ত্রী ও বিধায়কদের বেতন। আগে মন্ত্রীদের ভাতা-বাদে বেতন ছিল ১১ হাজার টাকা, বেড়ে তা হয়েছে ৫১ হাজার টাকা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও পূর্ণমন্ত্রীর মতোই ভাতা ও বেতন পান।

এদিন ভাস্কর ঘোষদের পাশে বসে শুভেন্দু জানালেন, বিরোধী বিধায়কদের মতামত না নিয়েই বিধানসভায় একতরফাভাবে মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বললেন, ‘আমি বিরোধী দলনেতা। আমার পদ ক্য়াবিনেট মন্ত্রীর সমতুল্য। আমাকে পূর্ণমন্ত্রীর মতোই ভাতা ও বেতন দেওয়া হয়। আমি আমার বাড়তি অর্থ ডিএ আন্দোলনের আইনি লড়াইয়ের জন্য প্রস্তাব দিয়েছি।’ শুভেন্দুর বক্তব্য, এটি একটি প্রতীকী প্রতিবাদ। বিরোধী দলনেতার আরও আশা, মুখ্যমন্ত্রী বিদেশযাত্রা থেকে ফিরে কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।