West Bengal Assembly: বিধানসভায় পঞ্চায়েত বাজেটে নজির! মন্ত্রী পুলক রায়ের সঙ্গে জবাবি ভাষণ দিলেন দুই প্রতিমন্ত্রীও

WB Panchayet Minister Pulak Roy: বুধবার বিধানসভায় পঞ্চায়েত বাজেটে সেখানে নতুন নজির গড়লেন টিম পুলক রায়। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়ের সঙ্গে জবাবি ভাষণ দিলেন বেচারাম মান্না ও শিউলি সাহাও।

West Bengal Assembly: বিধানসভায় পঞ্চায়েত বাজেটে নজির! মন্ত্রী পুলক রায়ের সঙ্গে জবাবি ভাষণ দিলেন দুই প্রতিমন্ত্রীও
পুলক রায়ের বাজেট ভাষণ
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2022 | 7:17 PM

প্র দী প্ত কা ন্তি ঘো ষ

বাম জমানায় বাজেট বইতে দেখা যেত পূর্ণমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীদের নাম। কিন্তু পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জমানায় কার্যত তা উধাও হয়ে গিয়েছিল। পুলক রায়ের (Pulak Roy) হাত ধরে ফের ফিরল পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর টিম। বাজেট বইয়ে থাকল পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম। ২০২২-২৩ সালের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়ের নামের সঙ্গে থাকল দুই প্রতিমন্ত্রী বেচারাম মান্না ও শিউলি সাহার নামও। এমনকী, জবাবি ভাষণ দিয়ে থাকেন শুধু মাত্র পূর্ণমন্ত্রী। কিন্তু বুধবার বিধানসভায় পঞ্চায়েত বাজেটে সেখানে নতুন নজির গড়লেন টিম পুলক রায়। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়ের সঙ্গে জবাবি ভাষণ দিলেন বেচারাম মান্না ও শিউলি সাহাও।

এই ধরনের ঘটনা বিধানসভার ক্ষেত্রে নজির বলেই মত রাজনীতির বিশ্লেষকরা। এই ভাবে একসঙ্গে পূর্ণমন্ত্রী আর প্রতিমন্ত্রীর জবাবি ভাষণ দিতে অতীতে দেখা যায়নি বলেই মত তাঁদের। পুলক বাবুর মতে,”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান সবাই মিলে মানুষের কাজ করি। আমরা সেভাবেই করছি। একসঙ্গে মানুষের কাজ করতে হবে।” এদিকে বুধবার বিধানসভায় পুলক রায় জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০২২ সালের ২৩ মার্চ পর্যন্ত ১০০ দিনের কাজে এক টাকাও দেয়নি কেন্দ্রীয় সরকার। যেখানে ১৫ দিনের মধ্যে টাকা পরিশোধ করে দেওয়ার কথা, সেখানে এতদিন হলেও টাকা দেওয়া হচ্ছে না।

একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি বাংলা আবাস যোজনার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। বুধবার বিধানসভায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে বাজেটে অংশ নিয়ে বললেন মন্ত্রী পুলক রায় বলেন, ২০২১-২২ আর্থিক বছরে বাংলা আবাস যোজনায় প্রায় সাত হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। বাংলা আবাস যোজনার সূচনাকাল থেকে এখনও পর্যন্ত রাজ্যে ৩৮ লাখ ৯৫ হাজার ৯৫১ টি বাড়ি হয়েছে।

আরও পড়ুন : Suvendu Adhikari: “মুখটা আগে ব্লিচিং, ফিনাইল দিয়ে পরিষ্কার করুন”, মমতার ‘ল্যাংচাতে ল্যাংচাতে’ মন্তব্যের কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর

আরও পড়ুন : রামপুরহাট কান্ড : ‘আমরা বলছি মৃত্যু দুঃখজনক, আর বিজেপি ল্যাংচা খাচ্ছে,’ রামপুরহাট নিয়ে পদ্ম শিবিরকে খোঁচা কুণালের