কলকাতা: ফের পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা করল ইডি। প্রেসিডেন্সি সংশোধনাগারে এই নিয়ে পার্থকে দ্বিতীয়বার জেরা করা হল। সূত্রের খবর, শুক্রবার সকাল ১১টা থেকে বেলা ২টো পর্যন্ত ছিলেন ইডি আধিকারিকরা। হাতে আর পাঁচদিন। এরপর ফের আদালতে তোলা হবে পার্থকে। যদিও তা ভার্চয়াল প্রোডাকশন। তবু এই হাজিরার আগে ফের জোরাল তথ্যের খোঁজে তদন্তকারীরা। তবে সূত্রের খবর, এখনও অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা কিংবা বিপুল সম্পত্তির কী উৎস তা নিয়ে কোনও জবাব ইডি পায়নি।
সংশোধনাগার সূত্রে খবর, এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আধিকারিকরা সকাল ১১টা নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগারে যান। প্রায় তিন ঘণ্টা সেখানে ছিলেন তাঁরা। সূত্রের দাবি, এদিন একটি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে পার্থর মধ্যে। জেলে যাওয়ার পর থেকে এদিন ওদিক যেতে গেলে হুইল চেয়ার ব্যবহার করতেন পার্থ। ধীরে ধীরে হুইল চেয়ারে করে ঘোরাফেরার প্রবণতা কমছে। তিনি হাঁটাহাঁটিও করছেন।
সূত্রের খবর, এদিন ইডির আধিকারিকরা যখন তাঁকে জেরার জন্য জেল সুপারের অফিসে নিয়ে যাওয়া হয়, তিনি হেঁটেই সেখানে যান। অনেকটাই স্বাভাবিক হাঁটাচলা তাঁর। তবে তাৎপর্যপূর্ণভাবে তদন্তে তাঁর ভূমিকা নিয়ে এখনও ইডি খুশি নয় বলেই সূত্রের খবর। পার্থ কৌশলে সেই পথ এড়িয়ে যাচ্ছেন বলেও সূত্রের দাবি। ইডি প্রথমদিন থেকে পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিপুল টাকার উৎস খুঁজছে। এ নিয়ে বারবার পার্থকে জিজ্ঞাসা করা হয়েছে। তবে তিনি কোনওভাবেই তা নিয়ে কোনও সদুত্তর দেননি বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
সূত্রের দাবি, আরও একটি বিষয় ইডি জানতে চায়। তারা ইতিমধ্যেই তদন্তে জানতে পেরেছে, অর্পিতা মুখোপাধ্যায়ের ওড়িয়া ছবিতে অভিনয় করেছেন। ইডির কাছে খবর, সেই ছবিতে পার্থর ‘ইনভেস্টমেন্ট’ আছে। এদিন সে বিষয়টি তদন্তকারীরা ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেন। যদিও এ নিয়ে পার্থ কোনও জবাব দিয়েছেন কি না তা এখনও স্পষ্ট নয়। ৩১ অগস্ট ফের পার্থকে আদালতে তোলা হবে। যদিও সেই হাজিরা হবে ভার্চুয়ালি। সংশোধনাগার সূত্রে খবর, আপাতত জেলে মধ্যে বেশ ‘রসেবশেই’ আছেন পার্থ চট্টোপাধ্যায়। রামকৃষ্ণের কথামৃত, কবিতাসমগ্রের পর এবার তিনি শুরু করেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়ের ‘রসেবশে’ পড়া।