West Bengal Police: সরানো হল রাজ্যের গোয়েন্দা প্রধানকে, গেলেন দময়ন্তী সেনের চেয়ারে

West Bengal Police: নবান্নের সভাঘরে রাজ্য পুলিশ ও সিআইডি-র একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ডিজির উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "আমি সিআইডি রদবদল করব। পুরোটাই।

West Bengal Police: সরানো হল রাজ্যের গোয়েন্দা প্রধানকে, গেলেন দময়ন্তী সেনের চেয়ারে
রাজ্য পুলিশে বড় রদবদলImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2024 | 1:59 PM

কলকাতা: ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল।  সবথেকে চারটে গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।  সরানো হল গোয়েন্দা প্রধান রাজাশেখরনকে। তাঁকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ট্রেনিংয়ে। উল্লেখ্য, কিছু দিন আগেই শিয়ালদহে অস্ত্র উদ্ধারের ঘটনায় উঠে এসেছিল ভিন রাজ্যের যোগের কথা। তারপর কসবাকাণ্ড, সেখানেও বিহার যোগ উঠে আসে। রাজ্যে একের পর এক ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। নবান্নের সভাঘরে রাজ্য পুলিশ ও সিআইডি-র একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিতেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে।

রাজ্যের ডিজির উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমি সিআইডি রদবদল করব। পুরোটাই। আর যাঁর যাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অভিযোগ পেলে ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যা কথা বলেও অভিযোগ করে। অভিযোগ যদি সত্যি হয়, তাহলে কড়া পদক্ষেপ করো। কেউ তাতে বাধা দেবে না। আর কেউ বাধা দিলে আমি শুনবও না।” আর তারপরই এই রদবদল। এডিজি ওয়ান রাজাশেখরনকে রাজ্য পুলিশের ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হল।

দময়ন্তী সেন, যিনি রাজ্য পুলিশের ট্রেনিংয়ে চলে গিয়েছিলেন, তাঁকে এডিজি আইজি পলিসি মেকিং পদে আনা হল। অর্থাৎ রাজ্য পুলিশের  নীতি নির্ধারকের ভূমিকায় এবার দময়ন্তী। এডিজি আইজি ইবি থেকে রাজীব মিশ্রকে এডিজি আইজি অর্গানাইজেশন এবং মর্ডানাইজেশন পদে আনা হয়েছে। রাজ্য পুলিশ সূত্রে খবর, এটা একটা রুটিন রদবদল। তবে নতুন গোয়েন্দা প্রধান কে, তা এখনও রাজ্যের তরফে নির্দেশিকা জারি করা হয়নি।