Kuntal Ghosh: পার্লারের মালকিনের সঙ্গে কী সম্পর্ক, ফাঁস করলেন কুন্তল নিজেই

Supriyo Guha | Edited By: সায়নী জোয়ারদার

Mar 05, 2023 | 6:52 PM

ED: নগরদায়রা আদালতে ইডির যে বিশেষ আদালত রয়েছে, সেখানেই এদিন কুন্তল ঘোষকে তোলা হয়।

Kuntal Ghosh: পার্লারের মালকিনের সঙ্গে কী সম্পর্ক, ফাঁস করলেন কুন্তল নিজেই
নিয়োগকাণ্ডে নয়া মোড়।

Follow Us

কলকাতা: সোমা চক্রবর্তীকে চেনেন না, শুক্রবার আদালত থেকে বেরোনোর সময় এমনটাই জানালেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। এই কুন্তলের সঙ্গেই সোমার আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে ইডি সূত্রে। এমনকী আজই সোমাকে সিজিও কমপ্লেক্সে তলবও করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে কুন্তল ঘোষ দাবি করেছেন, তিনি সোমাকে চেনেন না। সোমাকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুন্তল বলেন, “আমি জানি না। আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই, যার সঙ্গে যোগাযোগ আছে খুঁজে দেখুন।” একইসঙ্গে গোপাল দলপতির নামে আবারও এদিন অভিযোগ করেন কুন্তল। বলেন, “হৈমন্তীকে বাঁচানোর জন্য গোপাল নানা কথা বলেছে।” একইসঙ্গে রহস্যময়ী অভিনেত্রীকে কুন্তলের গাড়ি, টাকা দেওয়ার ‘গোপাল-তত্ত্ব’ও উড়িয়ে দেন কুন্তল।

নগরদায়রা আদালতে ইডির যে বিশেষ আদালত রয়েছে, সেখানেই এদিন কুন্তল ঘোষকে তোলা হয়। জেল হেফাজতের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এদিন তাঁকে আদালতে তোলা হয়। কুন্তলের আইনজীবীরা জামিনের আবেদন করলেও, এই জামিনের বিরোধিতা করে ইডি। দু’পক্ষের বক্তব্য শেষে আবারও কুন্তলের জেল হেফাজত হয়। ১৭ মার্চ পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।

এদিকে এরই মাঝে উঠে আসে সোমা চক্রবর্তী নামে এক মহিলার নাম। ইডি সূত্রে জানা যায়, কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সোমার অ্যাকাউন্টে প্রায় ৫০ লক্ষ টাকার লেনদেন হয়েছে। কোন খাতে এই লেনদেন তা যদিও স্পষ্ট হয়নি। সূত্রের খবর, ২০২০ সাল থেকে কয়েক দফায় টাকার লেনদেন হয়েছে সোমার অ্যাকাউন্টে। ইডি সূত্রে খবর, ইতিমধ্যে কুন্তলের অ্যাকাউন্টে ৬ কোটি নগদের হদিশ মিলেছে। সেই টাকা আবার অন্যান্য অ্যাকাউন্টে পাঠানোও হয়। তার মধ্যেই একটি অ্যাকাউন্ট ছিল সোমা চক্রবর্তী নামে জনৈক মহিলার।

কুন্তলের সঙ্গে সোমার সম্পর্ক জানতে চায় ইডি। তাই এদিনের তলব। যদিও কুন্তল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি সোমাকে চেনেন না। তাহলে কোন সূত্র ধরে এই টাকার লেনদেন? সে জবাব কিন্তু কুন্তলের কাছ থেকে এখনও স্পষ্টভাবে মেলেনি।

Next Article