কলকাতা: মঙ্গলবার দোল। আর সেই কারণে হাওড়া ও শিয়ালদহ শাখায় বহু ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া ডিভিশনের লোকাল ট্রেন চলবে রবিবারের টাইম-টেবিল অনুযায়ী। আর শিয়ালদহ ডিভিশনে বাতিল করা হয়েছে মোট ২৩৩টি লোকাল ট্রেন। এর মধ্যে শুধু শিয়ালদহ মেইন শাখাতেই বাতিল ১০৫টি ট্রেন। বনগাঁ শাখায় বাতিল করা হয়েছে ৩৩টি ট্রেন। হাসনাবাদ শাখাতেও বাতিল হয়েছে ১৭টি ট্রেন। সমস্যায় পড়বেন হবে ডানকুনি লাইনের যাত্রীরাও। ডানকুনি শাখাতেও ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখাতেও বাতিল থাকছে ৬২টি লোকাল ট্রেন। সব মিলিয়ে আগামী মঙ্গলবার এক গাদা লোকাল ট্রেন বাতিল হচ্ছে। যে ট্রেনগুলি বাতিল করা হচ্ছে, তার বেশিরভাগই সকালের দিকের ট্রেন। সমস্যায় পড়ার আগে জেনে নিন কোন কোন ট্রেনগুলি দোলের দিন বাতিল করা হচ্ছে।
শিয়ালদহ মেইন শাখায় আপ-ডাউন মিলিয়ে ১০৫টি ট্রেন বাতিল থাকছে। সেই তালিকায় রয়েছে এই ট্রেনগুলি – 31811, 31512, 31712, 33711, 31911, 31511, 31411, 31414, 31711, 31613, 31614, 31723, 31815, 33713, 31413, 31585, 31471, 33716, 31515, 31744, 31215, 31602, 31217, 31416, 31722, 31219, 31617, 30145, 31781, 31216, 31418, 33717, 31218, 31223, 31802, 31747, 31220, 31782, 31225, 33719, 31586, 31227, 30116, 31417, 31229, 31746, 31224, 31231, 31522, 31151, 31226, 33720, 31228, 30113, 31784, 31424, 31749, 31230, 31521, 31748, 31242, 31423, 31917, 31624, 33724, 31783, 31425, 31432, 31427, 31786, 31528, 31152, 31434, 30122, 31753, 31831, 31527, 31237, 31750, 33729, 31801, 30112, 31261, 31601, 33732, 31435, 30111, 31755, 31534, 31236, 31754, 31834, 31437, 33733, 31438, 31440, 31926, 31838, 31634, 31240, 31443, 31725, 31631, 31450 এবং 31726।
শিয়ালদহ বনগাঁ শাখায় বাতিল করা হয়েছে ৩৩টি লোকাল ট্রেন। একনজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকছে বনগাঁ লাইনে – 33812, 33811, 33813, 33651, 33816, 33818, 33652, 33822, 33802, 33421, 33821, 33615, 33422, 33362, 33411, 33402, 33433, 33620, 33412, 33436, 33655, 33365, 33657, 33656, 30311, 33658, 33438, 33801, 33401, 33849, 33364, 33856 এবং 33366।
হাসনাবাদ লাইনে দোলের দিন বাতিল থাকছে ১৭টি ট্রেন। সেগুলি হল – 33812, 33811, 33813, 33651, 33816, 33818, 33652, 33822, 33802, 33421, 33821, 33615, 33422, 33362, 33411, 33402, 33433, 33620, 33412, 33436, 33655, 33365, 33657, 33656, 30311, 33658, 33438, 33801, 33401, 33849, 33364, 33856 এবং 33366।
ডানকুনি শাখায় দোলের দিন বাতিল করা হচ্ছে ১৬টি লোকাল ট্রেন। সেই তালিকায় রয়েছে – 32213, 32214, 32221, 32222, 32225, 32226, 32229, 32230, 32233, 32234, 32411, 32412, 32413, 32249, 32414 এবং 32252।
৬২টি লোকাল ট্রেন বাতিল হচ্ছে শিয়ালদহ দক্ষিণ শাখা। একনজরে দেখে নিন, কোন কোন ট্রেন বাতিল হচ্ছে – 34711, 34811, 34935, 34112, 34511, 34812, 34412, 34714, 34111, 34882, 34512, 34356, 34891, 34618, 34334, 34360, 34615, 34392, 34353, 34617, 34622, 30511, 34331, 34414, 34501, 34415, 34621, 34826, 30412, 34128, 34420, 34419, 34628, 34881, 30411, 34127, 34833, 34629, 34530, 34413, 34521, 34532, 34539, 34148, 34423, 34147, 34425, 34602, 34742, 34502, 34434, 34332, 30552, 34431, 34749, 34646, 34751, 34934, 34391, 34311, 34355 এবং 34933।
এদিকে কৃষ্ণনগর – লালগোলা সেকশনে রেলের কাজের জন্য ৫ তারিখ বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে ওই লাইনে। সেই তালিকায় রয়েছে 03193 আপ কলকাতা-লালগোলা, 31771 আপ রানাঘাট-লালগোলা, 31861 আপ কৃষ্ণনগর সিটি জংশন – লালগোলা, 31819 আপ শিয়ালদহ – কৃষ্ণনগর সিটি জংশন। একইসঙ্গে ডাউন লাইনেও 03194 লালগোলা-কলকাতা, 31772 লালগোলা-রানাঘাট, 31864 লালগোলা-কৃষ্ণনগর সিটি জংশন, 03192 লালগোলা-শিয়ালদহ এবং 31840 কৃষ্ণনগর সিটি জং-শিয়ালদহ বাতিল থাকছে। এর পাশাপাশি ৬ তারিখ আপ 03171 শিয়ালদহ-লালগোলাও বাতিল থাকছে।