MGNREGA: ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল, কুণাল বললেন ‘পর্যটক এসেছে বাংলায়’
TMC: তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, পর্যটনে সেরা পশ্চিমবঙ্গ। তাই ঘুরতে আসছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।

কলকাতা: আবারও ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে শহরে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের আওতাধীন ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই সদস্য এদিন রাজ্যে আসেন। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন তাঁরা। মুর্শিদাবাদে ১০০ দিনের প্রকল্পের কাজ খতিয়ে দেখবে এই কেন্দ্রীয় দল। কলকাতা থেকে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন তিনি। মুর্শিদাবাদের বেলডাঙা-২ ব্লকে তারা ১০০ দিনের কাজ খতিয়ে দেখবেন। চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত তারা রাজ্যে থাকবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এর আগেও একাধিকবার কেন্দ্রীয় দল এসেছে রাজ্যে। কখনও আবাস প্রকল্প, কখনও মিড ডে মিড প্রকল্প আবার কখনও ১০০ দিনের কাজ খতিয়ে দেখেছে তারা। যদিও এই কেন্দ্রীয় দল আসা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই প্রতিনিধি দল আসা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা টুইট করে এই দলকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
I welcome the Central Enquiry into the allegation of irregularities & misappropriation of funds under MGNREGA in Beldanga II Block of Murshidabad by the National Level Monitors assigned by the @MoRD_GoI. Constant Central monitoring is certainly eradicating corruption steadily. pic.twitter.com/Y7Gr9zlfLo
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 17, 2023
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, পর্যটনে সেরা পশ্চিমবঙ্গ। তাই ঘুরতে আসছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। কুণাল ঘোষের কথায়, “এ তো আবাসেও এসেছিল। পরে দেখা গেল সমস্ত ভুয়ো অভিযোগ। রাজনৈতিক পর্যটক পাঠাচ্ছে নাটক করতে।” অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটারে লেখেন, বেলডাঙা-২ ব্লকে কেন্দ্রীয় দল এসেছে মনরেগার ফান্ডের অপব্যবহার দেখতে।
I welcome the Special Audit by the “Indian Audit & Accounts Dept” on the implementation of PM POSHAN (Mid Day Meal) Scheme in 5 districts of WB, starting with the schools of North 24 Parganas from today itself. Central Team should randomly select the schools & reach unexpectedly. pic.twitter.com/Tm5zSuAkAL
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 17, 2023
শুধু তাই নয় ‘ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট’-এর স্পেশাল অডিটেরও প্রশংসা করে টুইট করেন শুভেন্দু। শুক্রবার উত্তর ২৪ পরগনা দিয়ে মিড ডে মিল সংক্রান্ত এই বিশেষ অডিট শুরু হচ্ছে। শুভেন্দু জানান, মিড ডে মিলের টাকা অন্যত্র খরচ নিয়ে যে অভিযোগ উঠেছে, স্পেশাল অডিট টিম তাও খতিয়ে দেখবে বলে আশাবাদী তিনি। টুইটারে শুভেন্দু লেখেন, ‘পিএম পোষণ প্রকল্পে পাঁচ জেলায় এই বিশেষ অডিট হবে। কেন্দ্রীয় দল নিজেদের মতো করে স্কুল বেছে নেবে এবং সেখানে যাবে।’





