AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Elections 2023 : এখনও কমিশনের খাতায় নির্বাচন-পর্বে মৃতের সংখ্যা শূন্যই

WB Panchayat Elections : নির্বাচন কমিশন সূত্রের খবর, জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি এবার আসছেন কমিশনের দফতরে। পঞ্চায়েত ভোট নিয়ে সরজমিন খতিয়ে দেখতে আসছেন তিনি।

Panchayat Elections 2023 : এখনও কমিশনের খাতায় নির্বাচন-পর্বে মৃতের সংখ্যা শূন্যই
পুলিশি টহল। ফাইল ছবি।
| Edited By: | Updated on: Jun 17, 2023 | 9:28 PM
Share

কলকাতা: ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্বে রাজ্যের একাধিক জায়গা থেকে হিংসার অভিযোগ এসেছে। রক্ত ঝরেছে। এমনকী মৃত্যুরও ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, তাঁর দলের দুই কর্মী মারা গিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশন বা পুলিশ এখনও মৃত্যুর সংখ্যা নিয়ে মুখ খোলেনি। এমনকী একজনও মারা গিয়েছেন, সে কথাও বলেনি তারা। নির্বাচন কমিশন সূত্রের খবর, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে শুক্রবার পর্যন্ত রাজনৈতিক ঘটনায় মৃতের সংখ্যা শূন্য। এখনও পুলিশের তরফে কোনও রিপোর্ট কমিশনে পাঠানো হয়নি। আহত ১০৪। অপ্রীতিকর ঘটনা ঘটেছে ৩৪টি। সূত্রের দাবি, বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ১১টি, বোমা ৭২টি। সূত্র বলছে, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তামিলনাড়ু থেকে বাহিনী আনার প্রস্তুতি শুরু করেছে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।

নির্বাচন কমিশন সূত্রের খবর, জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি এবার আসছেন কমিশনের দফতরে। পঞ্চায়েত ভোট নিয়ে সরজমিন খতিয়ে দেখতে আসছেন তিনি। এ নিয়ে মুখ্যসচিবকে চিঠিও দিয়ে জানিয়েছেন বলেই দাবি সূত্রের। সোমবারই আসতে পারেন ডিজি।

শুক্রবারই কাকদ্বীপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভাঙড়ে কিছু গুন্ডা ঘটনা ঘটিয়েছে। আমার দুই সহকর্মী মারা গিয়েছে।” অন্যদিকে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেছেন, “আমাদের কর্মীকে গুলি করে মারা হয়েছে। একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে।” শনিবারও মালদহের সুজাপুরে রাজনৈতিক হিংসায় একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে এরপরও কমিশন কিংবা পুলিশের রিপোর্টে সংখ্যাটা এখনও শূন্য বলেই সূত্রের দাবি।