কলকাতা: স্কুল পড়ুয়াদের নীল-সাদা পোশাক, বুকে বিশ্ববাংলার লোগো নিয়ে প্রথম থেকেই বিরোধিতায় বিজেপি। তাদের দাবি, এই পোশাক দেওয়ার নামে রাজ্য সরকার পকেট ভরার চেষ্টা করছে। শুক্রবার টুইটারে ছবি শেয়ার করে ফের সরব হলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। টুইটে সুকান্ত লেখেন, ‘মাননীয়ার বিশ্ব বাংলা স্কুল ড্রেসের করুণ পরিনতি! এখানেও কি কাটমানি? তুঘলকি সরকার জনগণের ট্যাক্সের টাকায় যথেচ্ছ অপচয় করে বিদ্যালয়ের ঐতিহ্য বিদ্যালয়ের পোশাক এবং ব্যাজ ব্যবহার না করে জোরপূর্বক মাননীয়ার আমদানি করা বিশ্ব বাংলা জঘন্য স্কুল ড্রেস দিয়ে কি প্রমাণ করতে চাইছে?’ সঙ্গে স্কুল পড়ুয়াদের দু’টি ছবি।
নীল সাদা রঙের স্কুল পোশাক নিয়ে সমগ্র শিক্ষা মিশন একটি নোটিস জারি করে। সেখানে দেখা যায়, স্কুলের ইউনিফর্মগুলিকে নীল সাদা রঙ করতে বলা হয়েছে। পাশাপাশি স্কুলের ইউনিফর্মে রাখা হয় বিশ্ববাংলার লোগো। অল ইন্ডিয়া স্টুডেন্ট’স ফেডারেশন (AISF) এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে যায়। একটি জনস্বার্থ মামলাও দায়ের করে তারা। এআইএসএফ প্রশ্ন তোলে, স্কুলের পোশাক। সেখানে কেন বিশ্ব বাংলার লোগো ব্যবহার করা হবে? এআইএসএফের দাবি, বিশ্ব বাংলার লোগো রাজ্যের হস্তশিল্প, বস্ত্রশিল্পের ক্ষেত্রকে তুলে ধরার জন্য প্রচারমূলক হিসাবে ব্যবহার করা হয়। স্কুল পড়ুয়াদের জামায় কেন তার ব্যবহার করা হবে?
মাননীয়ার বিশ্ব বাংলা স্কুল ড্রেসের করুন পরিনতি! এখানেও কি কাটমানি? তুঘলকি সরকার জনগণের ট্যাক্সের টাকায় যথেচ্ছ অপচয় করে বিদ্যালয়ের ঐতিহ্য বিদ্যালয়ের পোশাক এবং ব্যাজ ব্যবহার না করে জোরপূর্বক মাননীয়ার আমদানি করা বিশ্ব বাংলা জঘন্য স্কুল ড্রেস দিয়ে কি প্রমাণ করতে চাইছে? pic.twitter.com/kTLOWV0cs7
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 26, 2022
যদিও এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “লোগোটা আমি তৈরি করেছিলাম। আমিই সরকারকে দিয়েছি। তার জন্য কোনও টাকা নিইনি। সরকারি স্কুলে সরকারের লোগো থাকলে সমস্যাটা কোথায়? আর এটা তো প্রাইভেট স্কুলের জন্য নয়। যেখানে আমরা বিনা পয়সায় ড্রেস দিই, জুতো দিই। তাদের একটা সরকারের লোগো থাকবে না? জামা প্যান্টটা পাচ্ছে কোথা থেকে তারা? তারা তো বিশ্ব জুড়ে বাংলার নামটা বলবে, গর্ব করবে..এটা তো বাংলার ব্র্যান্ড।”
তবে বিজেপি প্রথম থেকেই এর বিরোধিতায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল, এটা সরাসরি স্কুলের স্বাধীনতায় হস্তক্ষেপ করা। স্কুলের পোশাক নীল সাদা হতে পারে, গেরুয়া সাদা হতে পারে কিংবা সবুজ সাদা হতে পারে। সেটাই বহাল রাখতে হবে। এটা কেন্দ্রের সমগ্র শিক্ষা মিশনের টাকা। যদিও শিক্ষা দফতর সূত্রে খবর, সমস্ত স্কুল পড়ুয়ার পোশাকে যাতে মিল থাকে সেটাই করতে বলা হয়েছিল উচ্চ প্রশাসনের তরফে। এরপর সমগ্র শিক্ষা মিশন বিজ্ঞপ্তিও জারি করে।