AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kavi Subhash Metro: কবি সুভাষ থেকে অফিস যাতায়াত নিয়ে আর কোনও চিন্তা রইল না

Kavi Subhash Metro: কবি সুভাষ থেকে অফিস যাতায়াত নিয়ে আর কোনও চিন্তা রইল না। তবে কি মেট্রো-দুর্ভোগ থেমে গেল?

Kavi Subhash Metro: কবি সুভাষ থেকে অফিস যাতায়াত নিয়ে আর কোনও চিন্তা রইল না
প্রতীকী ছবিImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Aug 04, 2025 | 9:30 AM
Share

কলকাতা: সাময়িক স্বস্তি। কবি সুভাষ থেকে অফিস যাতায়াত নিয়ে আর কোনও চিন্তা রইল না। তবে কি মেট্রো-দুর্ভোগ থেমে গেল? না তেমনটা ঠিক নয়। কবি সুভাষের জটিলতা অনেকটাই। কবে স্টেশন খুলবে, তা নিশ্চিতভাবে বলতেই পারছে না মেট্রো কর্তৃপক্ষ।

এই পরিস্থিতিতে যাতায়াত তো বন্ধ থাকতে পারে না? যাত্রীদের চরম দুর্ভোগের হাত থেকে রক্ষা করতে এবার তৎপর মেট্রো ও রাজ্য পরিবহন দফতর। সোমবার কবি সুভাষ থেকে মেট্রোর পরিবর্তে চালু হয়েছে বাস ও শাটল পরিষেবা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ক্ষুদিরাম মেট্রো পর্যন্ত চলবে এই সরকারি বাসটি। যার ভাড়া ধার্য করা হয়েছে ১০ টাকা।

কিন্তু কখন চলবে এই বাসগুলি?

পরিবহন দফতরে তরফে জানা গিয়েছে, অফিস টাইম মেনেই চালানো হবে সরকারি বাসগুলি। সারাদিন যাতায়াত মিলিয়ে মোট তিনটি বাস চলবে। সময় ধার্য করা হয়েছে সকাল ৮টা থেকে ১১টা ও বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। আর বাকি সময় শাটল পরিষেবা তো থাকছেই।

এক স্থানীয় বলেন, “মেট্রো পরিষেবা বন্ধের কারণে যে খরচ বেড়েছে, সেই তুলনায় বাস পরিষেবা অনেকটাই রেহাই দেবে। কিন্তু কতদিন? অন্যান্য সরকারি বাসগুলির মতো এটিও যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন কী হবে?”

উল্লেখ্য, ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের সর্বশেষ স্টেশন কবি সুভাষ। যেখান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো যাতায়াত করে। কিন্তু সেই স্টেশনেই ২১ স্তম্ভ বা পিলারের মধ্য়ে ৪টি স্তম্ভে ফাটল ধরা পড়েছে। যার জেরে নিরাপত্তা নিয়ে বেড়েছে উদ্যোগ। রক্ষণাবেক্ষণের জন্য কর্মীর অভাব। সব মিলিয়ে কবি সুভাষ মেট্রো পরিষেবা এখন যেন একটা অনিশ্চয়তার প্রতিচ্ছবি।