দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের কোপ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি (Weather Update)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় রাতভর বৃষ্টি। আজ দিনভর থাকবে মেঘলা আকাশ, চলবে বৃষ্টি। সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আপাতত বৃষ্টি থামার লক্ষ্মণ নেই। বলছে আলিপুর আবহাওয়া দফতর।
সকাল থেকেই মুখ ভার আকশের। কখনও ঝমঝমিয়ে কখনও বা মাঝারি কখনও আবার ছিটেফোঁটা বৃষ্টি হয়েই চলেছে। আজ প্রায় গোটা দিনটা কেটে গেল এই ভাবেই। পূর্বাভাস বলছে আপাতত আজ বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় হবে রাতভর বৃষ্টি।আজ শুধু কলকাতা নয় রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও নদীর জলস্তর বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সবিস্তারে পড়ুন: Rain: বাইরে বেরলেই কোথাও হাঁটু, কোথাও গলা অবধি জল, দেখুন ‘লকডাউন’ বাংলা!
একমাস ঘুরতে না ঘুরতেই অতিবৃষ্টির জেরে ফের নাকাল দক্ষিণবঙ্গবাসী। জেলাজুড়ে গত কয়েকদিন ধরেই বর্ষণ চলছিলই। নতুন করে চাপ বাড়িয়েছে নিম্নচাপ। যার জেরে ফের একবার প্রাণ হারাতে হয়েছে বেশ কয়েকজনকে। কয়েকশো হেক্টর জমি ডুবেছে জলের তলায়। জলমগ্ন এলাকায় বন্দি হয়ে আছেন কয়েক লক্ষ মানুষ। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দিতে নেমেছে প্রশাসন। কিন্তু জমা জলে এবং লাগাতার বর্ষণে পরিস্থিতি এতটাই সঙ্গীন যে উদ্ধারকার্যে রীতিমতো বেগ পেতে হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। এরই মধ্যে নবান্নের বিপর্যয় মোকাবিলা দফতর ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ সোমবার বিকেলে প্রকাশ করেছে।
সবিস্তারে পড়ুন: দুর্যোগের বলি ১৪, ত্রাণশিবিরে ৮০ হাজার, জলের ঘেরাটোপে বন্দি ১৩ লক্ষ বঙ্গবাসী!
জল থইথই কলকাতা। রবিবার রাত থেকে মুষলধারায় বৃষ্টি কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে। বিভিন্ন জায়গায় হাঁটু সমান জল জমে। হাওয়া অফিস শুনিয়েছে, সোমবার আরও দুর্ভোগ রয়েছে শহরবাসীর কপালে। জলযন্ত্রণায় নাকাল হতে হবে মঙ্গলবারও। জলমগ্ন তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাড়ির এলাকা। সেই জলে নেমে ঘুরলেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা। নিচের লিঙ্কে রইল সেই ছবি
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছেন মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দু’ এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সবিস্তারে পড়ুন: আজ আরও দুর্ভোগ রয়েছে এই ছয় জেলার বরাতে, কবে থামবে বৃষ্টি জানাল হাওয়া অফিস
বৃষ্টির জেরে সেক্টর ফাইভের রাস্তায় বড় কৃষ্ণচূড়া গাছ পড়ে ব্যাহত একদিকের রাস্তায় যান চলাচল।
কলকাতা স্টেশনে জল জমে যাওয়ার কারনে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন
05047 Kolkata- Gorakhpur special
03161 Kolkata –Balurghat special
বসিরহাটে মহকুমার বসিরহাট, টাকি ও বাদুড়িয়া পৌরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। পাশাপাশি সুন্দরবনের সন্দেশখালি, মিনাখাঁ, হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ সহ দশটি ব্লকেরই বিস্তীর্ণ এলাকায় জল।
রাত ১২ টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নিকাশি পাম্পিং স্টেশন ভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণ::
মানিকতলা ৯৮ মিমি
বীরপাড়া ১০০ মিমি
বেলগাছিয়া ১০০ মিমি
ধাপা লক ১৪৬ মিমি
তপসিয়া ১৩০ মিমি
উল্টোডাঙ্গা ১২৫ মিমি
পামার বাজার ১২১ মিমি
ঠনঠনিয়া ১০০ মিমি
বালিগঞ্জ ১২৩ মিমি
মোমিনপুর ১১৬ মিমি
চেতলা লক ১১৪ মিমি
যোধপুর পার্ক ১১৭ মিমি
কালীঘাট ১২৭ মিমি
কাম ডহরি ৮৮ মিমি
কিপিটি ক্যানাল ১৮ মিমি
দত্ত বাগান ৯৩ মিমি
জিনিজিরা বাজার ৮৯ মিমি
বেহালা ফ্লায়িং ক্লাব ১০২ মিমি
অবিরাম বর্ষণে ভেঙে পড়ল বাড়ির একাংশ। বাড়ির মধ্যে আটকে থাকা ছ’টি পরিবারকে তত্পরতার সঙ্গে উদ্ধার করলেন বিধাননগর পৌরনিগমের কর্মীরা। বাগুইআটি পূর্ব নারায়ণতলা এলাকার ঘটনা। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
ভিআইপি রোডের চিনার পার্ক হলদিরাম বিস্তীর্ণ এলাকায় হাঁটু এবং কোমর সমান জল। বেহালার ১২৯, ১৩০, ১৩১ নম্বর ওয়ার্ড জলমগ্ন।
দুর্ভোগ-দুর্যোগ থেকে মুক্তি নেই ঘাটালবাসীর (Ghatal)। রবিবার রাতভর বৃষ্টি। সোমবার সকাল থেকে মেঘলা আকাশ। মাঝেমধ্যে দু-এক পশলা বৃষ্টি (Flood Situation)। তাতেই দুর্ভোগ বাড়িয়েছে ঘাটালের বাসিন্দাদের। ডিভিসি থেকে যদি জল ছাড়ে তাহলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে মনে করছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা।
বিস্তারিত পড়ুন: Ghatal Flood Situation: রাতভর বৃষ্টিতে অশনি সঙ্কেত দেখছে ঘাটাল, ডিভিসি জল ছাড়লে বাড়বে বিপদ
রবিবার রাতভর ব্যাপক বৃষ্টি হয়েছে শহর জুড়ে। কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগেও হয়েছিল। আর সেই বৃষ্টিপাতের জেরেই ব্যহত রেল পরিষেবা (Railway Service)। কয়েকদিন আগেও বৃ্ষ্টি জেরে একাধিক ট্রেন বাতিল হতে দেখা গিয়েছিল। এবার ফের হাওড়া (Howrah Staion) বা কলকাতা স্টেশন (Kolkata Station) থেকে একাধিক ট্রেন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিস্তারিত পড়ুন: Heavy Rain: কারশেডে জমেছে জল, হাওড়া থেকে বের করা যাচ্ছে না একাধিক ট্রেন
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে বলে জানানো আলিপুর আবহাওয়া দফতরের তরফে (Weather Update)। রাতভর কলকাতায় তুমুল বৃষ্টি। ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।
বিস্তারিত পড়ুন: Weather Update: রাতভর বৃষ্টিতে ভাসছে শহর, কোথায় কোথায় তুমুল বৃষ্টির পূর্বাভাস?
আগামী দু’ঘণ্টার মধ্যে ঝাঁপিয়ে বৃষ্টি নামছে দক্ষিণবঙ্গের চার জেলায় (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের সকাল সাড়ে ৭টার বুলেটিন অনুযায়ী, আগামী ১-২ ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মুষুলধারে বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুরেও।
বিস্তারিত পড়ুন: Weather Update: আগামী ২ ঘণ্টার মধ্যেই চার জেলায় মুষুলধারে বৃষ্টি, সতর্কতা জারি আবহাওয়া দফতরের