Weather Update: বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যৎ সহ ভারী বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা

| Edited By: | Updated on: Sep 28, 2021 | 11:38 PM

Weather Update: মঙ্গলবার পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করার কথা রয়েছে সেটি। আর এগিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে। আর তার জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি।

Weather Update: বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যৎ সহ ভারী বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা
শীতেও শিলাবৃষ্টি বাংলায় (ফাইল ছবি)

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে গুলাব। এদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায়। ঘূর্ণাবর্ত বাড়াচ্ছে শক্তি। আজ, মঙ্গলবার পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করার কথা রয়েছে সেটি। সরাসরি বাংলায় ঢুকবে নিম্নচাপ। আর তার জেরে আগামী দু’দিনে ঢালোয়া বৃষ্টি বঙ্গে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 Sep 2021 09:24 PM (IST)

    মিলে গেল পূর্বাভাস, বইতে শুরু করে দিয়েছে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া

    যেমন পূর্বাভাস ছিল, তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঝোড়ো হাওয়া বইতে শুরু করে করেছে কলকাতা ও উপকূলবর্তী এলাকাগুলিতে। আলিপুর হাওয়া অফিসে রাত ৮ টা ২৫ মিনিটের হিসেব অনুযায়ী, হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়।

  • 28 Sep 2021 05:45 PM (IST)

    ভারী বৃষ্টির ভ্রুকুটি আকাশে, অথচ বেহালা ঠাকুরপুকুর থেকে এখনও নামেনি আগের বৃষ্টির জল

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গ সহ কলকাতায় ভারী বৃষ্টি হবে। কিন্তু আগের বৃষ্টির প্রভাব এখনও রয়েছে বেহালা ঠাকুরপুকুর কালীতলায়। সেখানে সামনের রাস্তায় গোড়ালির ওপর পর্যন্ত জল এবং ভিতরে গেলে হাঁটু সমান জল। সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়েছেন। তাদের অভিযোগ, এই জল যন্ত্রণা দীর্ঘদিনের। তবে প্রশাসনের তরফ থেকে সে রকম কোনও সাহায্য তাঁরা পাচ্ছে না।

  • 28 Sep 2021 02:25 PM (IST)

    নবান্নে, বিদ্যুৎ ভবনে কন্ট্রোল রুম, দেওয়া হল আপৎকালীন নম্বর

    নবান্নে কন্ট্রোল রুম হয়েছে। বিদ্যুৎ ভবনেও কন্ট্রোল রুম করা হয়েছে। সাংবাদিক বৈঠকে জানালেন বিদ্যুতমন্ত্রী অরূপ বিশ্বাস।

    সংবাদ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের মাধ্যমে সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। ১ কোটি 25 লক্ষ মানুষকে এসএমএস এর মাধ্যমে সতর্কতা করা হয়েছে।

    রাজ্যের সমস্ত রিজিওনাল অফিসে কন্ট্রোল রুম চলছে।

    ট্রান্সফার জলের নীচে থাকলে পাওয়ার অফ করা হবে।

    কোনো সমস্যা হলে টোল ফ্রী নম্বরে জানানো যাবে-19121 (টোল ফ্রী নম্বর)

    হোয়াটস আপ নম্বরে যোগাযোগ করা যাবে-

    8900793503 হোয়াটস আপ 8900793504 হোয়াটস আপ

  • 28 Sep 2021 02:04 PM (IST)

    দিঘায় চলছে ঝিরঝিরে বৃষ্টি, সতর্ক প্রাশাসন

    পূর্ব মেদিনীপুরে প্রশাসন হাই অ্যালার্ট জারি করে রেখেছে। জেলার ২৫ ব্লক সহ গ্রাম পঞ্চায়েত গুলোতে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। নজরদারি রাখা হচ্ছে পরিস্থিতির উপর। ইতিমধ্যে দিঘাসহ শঙ্করপুর, তাজপুরে ১ কোম্পানি এনডিআরএফ দল মজুত রয়েছে। পর্যটক ও এলাকাবাসীর উদ্দেশ্য সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

    Digha

    সমুদ্রতটে চলছে প্রশাসনের নজরদারি

  • 28 Sep 2021 02:04 PM (IST)

    আগামী ২ দিনে কোথায় কোথায় বৃষ্টি?

    ২৮ ও ২৯ সেপ্টেম্বর ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কবে কোথায়, তালিকা প্রকাশ করল আলিপুর আবহাওয়া দফতর।

  • 28 Sep 2021 01:59 PM (IST)

    ভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো বাতাস! কোন কোন জেলায়?

    বজ্রবিদ্যুত্-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ, বীরভূমে। আলিপুর আবহাওয়া দফতরের বেলা ১টার বুলেটিন অনুযায়ী, আগামী ১-২ ঘণ্টার মধ্যে বৃষ্টি আসছে মুর্শিদাবাদ, বীরভূমে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশেও। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

  • 28 Sep 2021 01:56 PM (IST)

    শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত

    শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। বাংলার দুয়ারে নিম্নচাপের আশঙ্কা। নিম্নচাপ সরাসরি ঢুকবে বাংলায়। আজ ও কাল দুর্যোগের আশঙ্কা। বেলা বাড়লেই বাড়বে বৃষ্টি।

  • 28 Sep 2021 01:54 PM (IST)

    সুন্দরবনে কড়া সতর্কতা

    ভারী বৃষ্টিপাতের কথা মাথায় রেখে সুন্দরবনের (Sundorbon) দ্বীপাঞ্চল ও উপকূলবর্তী নীচু এলাকার বাসিন্দাদের সরানোর কাজ শুরু করল প্রশাসন। সোমবার বিকেলে সাগর ব্লক প্রশাসন এবং পুলিশের তরফে ভাঙন কবলিত ঘোড়ামারা দ্বীপের বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে।

    বিস্তারিত পড়ুন: Sundorbon: দুর্যোগের আগেই রাতভর চলল সুন্দরবনের বাসিন্দাদের সরানোর কাজ, তত্পর প্রশাসন

  • 28 Sep 2021 01:51 PM (IST)

    আগামী ১- ২ঘণ্টায় কোথায় কোথায় বৃষ্টি?

    আগামী এক থেকে দু’ঘণ্টার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় ঝাঁপিয়ে বৃষ্টি আসতে চলেছে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টি হবে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বেলা সাড়ে এগারোটার বুলেটিন অনুযায়ী, আগামী ২ ঘণ্টার মধ্যেই হবে মেঘভাঙা বৃষ্টি।

    বিস্তারিত পড়ুন:  Rain Forecast: আগামী ১-২ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ দক্ষিণের এই জেলাগুলিতে ঘনিয়ে আসছে দুর্যোগ

Published On - Sep 28,2021 1:49 PM

Follow Us: