AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Majumdar’s Son Death: ‘আমার না থাকা নিয়ে কোনও জল্পনার প্রয়োজন নেই…’, সেদিন বলেছিলেন রিঙ্কুর ছেলে

Rinku Majumdar’s Son Death: পেশায় আইটি কর্মী সৃঞ্জয় দাশগুপ্ত বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের সন্তান। রিঙ্কু মজুমদারের সঙ্গে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের বিয়ে হয় উনিশে এপ্রিল।

Rinku Majumdar’s Son Death: ‘আমার না থাকা নিয়ে কোনও জল্পনার প্রয়োজন নেই…’, সেদিন বলেছিলেন রিঙ্কুর ছেলে
কী বলেছিলেন সৃঞ্জয়? Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2025 | 6:29 PM

কলকাতা: দুর্ভাগ্যজনক খবরটা এল মঙ্গলবার বারবেলায়। নিউটাউনের আবাসনে দোতলার ঘরে বিছনার উপর থেকে উদ্ধার হল সৃঞ্জয় দাশগুপ্তর (প্রতীম) নিথর দেহ। পেশায় আইটি কর্মী সৃঞ্জয় দাশগুপ্ত বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের সন্তান। রিঙ্কু মজুমদারের সঙ্গে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের বিয়ে হয় ১৮ এপ্রিল। নিতান্তই আড়ম্বরহীনভাবে কেবলমাত্র স্বজন ও ঘনিষ্ঠদের নিয়ে আয়োজিত সে দিনের বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি রিঙ্কুপুত্র সৃঞ্জয়কে। সে সময় সংবাদমাধ্যমের তরফে সৃঞ্জয়ের (প্রীতম) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যা জানিয়েছিলেন তা হুবহু তুলে ধরা হল এখানে… 

কেন বিয়েতে আসেননি সৃঞ্জয়? 

সৃঞ্জয় বলেছিলেন, “জানি মায়ের বিয়ে হচ্ছে। আমার মতও আছে। এই দিনটার জন্য খুব খুশি। মায়ের জন্য খুব খুশি। মায়ের সিদ্ধান্তে আমি খুবই সাপোর্ট করে এসেছি। আগামীতেও করব।” 

কিন্তু, বিয়ের দিনই কলকাতার বাইরে কেন চলে গেলেন? 

সৃঞ্জয় বলেন, “মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করি। আমি আসলে ছুটি তো খুব একটা পাই না। গুড ফ্রাইডের ছুটি পেয়েছি। তাই ছুটিতে ছুটি কাটাতে কলকাতার বাইরে এসেছি। আমি থাকলে ভাল হতো। কিন্তু, আগে থেকে প্ল্যান ছিল আমার।” তাঁর সাফ কথা, “আমার কলকাতায় না থাকা নিয়ে কোনও জল্পনার প্রয়োজন নেই। আমি কলকাতায় থাকলে ওখানে থাকতাম। মা খুব খুশি হতো, উনিও (দিলীপ ঘোষ) খুশি হতেন। কিন্তু, গোটা বিষয়ে আমার পূর্ণ সম্মতি আছে। ইডেনে একসঙ্গে খেলা দেখতে গিয়েছিলাম। সেখানে কথা হয়। তার আগেও হয়, পরেও হয়। দিলীপ ঘোষকে আমার খুব ভাল লাগে।”