
কলকাতা: এই কেন্দ্রে দুই ফুলের দুই প্রার্থী কয়েকমাস আগেও এক দলে ছিলেন। তবে এক দলে থাকলেও তাঁদের ঠান্ডা লড়াই বারবার খবরের শিরোনামে এসেছে। একজন তাপস রায়। অন্যজন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভোটের কয়েকমাস আগে ফুল বদলে তৃণমূল থেকে পদ্মশিবিরে এসেছেন তাপস রায়। আর তৃণমূল এবারও কলকাতা উত্তরে ভোট বৈতরণী পার করতে আস্থা রেখেছে বর্ষীয়ান সুদীপের উপর। ২০০৯ সালে আসন পুনর্বিন্যাসের ফলে কলকাতা উত্তর আসন তৈরি হয়। সেই থেকে আসনটি তৃণমূলের দখলে। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের সাতটি বিধানসভা আসনই দখল করে তৃণমূল। প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে বিজেপি। এবার বামেদের সমর্থনে লড়াইয়ের ময়দানে কোমর বেঁধে নেমেছে কংগ্রেস। ফল কী হবে, তা জানা যাবে ৪ জুন। তার আগে জেনে নেওয়া যাক, কার পায়ে কত জমি।
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া। ২০১৯ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৪,৪৩,৮১৮। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ৪.৮ শতাংশ।
তফসিলি উপজাতি ভোটার ০.২ শতাংশ। সংখ্যালঘু ভোটার ২১.৩ শতাংশ। গ্রামীণ ভোটার শূন্য শতাংশ। শহুরে ভোটার ১০০ শতাংশ।
১৯৯৮ সালে কলকাতা উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে প্রথমবার লোকসভা নির্বাচনে জয়ী হন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর ২০০৯ সাল থেকে কলকাতা উত্তর আসনের সাংসদ তিনি। ২০১৪ সাল থেকে এই কেন্দ্রে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে বিজেপি। উনিশের লোকসভা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল সিনহাকে ১ লক্ষ ২৭ হাজারের বেশি ভোটে হারান সুদীপ। তৃতীয় স্থানে থাকা সিপিএম প্রায় ৭১ হাজার ভোট পেয়েছিল।
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?
| নির্বাচন | বিধানসভা কেন্দ্র | সিপিএম | বিজেপি | তৃণমূল |
| ২০১৯ | চৌরঙ্গী | ৪,৪৬০ | ৩৮,৮৮৫ | ৬৫,৪৪৫ |
| ২০২১ | চৌরঙ্গী | ১৪,২৬৬ (কংগ্রেস) | ২৪,৭৫৭ | ৭০,১০১ |
| ২০১৯ | এন্টালি | ৮,১৩৭ | ৪৮,৩৯১ | ৮৯,৭১১ |
| ২০২১ | এন্টালি | প্রার্থী দেয়নি | ৪৩,৪৫২ | ১,০১,৭০৯ |
| ২০১৯ | বেলেঘাটা | ১০,৭৬৭ | ৪৬,৬৮১ | ৯৭,৫৮৩ |
| ২০২১ | বেলেঘাটা | ১৪,০৪৫ | ৩৬,০৪২ | ১,০৩,১৮২ |
| ২০১৯ | জোড়াসাঁকো | ৬,০২০ | ৫১,১৪৭ | ৪৭,২৬৫ |
| ২০২১ | জোড়াসাঁকো | ৪,৭৬৯ | ৩৯,৩৮০ | ৫২,১২৩ |
| ২০১৯ | শ্যামপুকুর | ১৩,৫৬৯ | ৪৮,৯০৫ | ৪৬,৭৩৫ |
| ২০২১ | শ্যামপুকুর | ১০,৮২৮ (AIFB) | ৩৩,২৬৫ | ৫৫,৭৮৫ |
| ২০১৯ | মানিকতলা | ১৩,৫২২ | ৬০,২৭৩ | ৬১,১৩৪ |
| ২০২১ | মানিকতলা | ১৩,৫১৩ | ৪৭,৩৩৯ | ৬৭,৫৭৭ |
| ২০১৯ | কাশীপুর-বেলগাছিয়া | ১৪,৩৭৩ | ৫৩,০২৫ | ৬৬,৬১৭ |
| ২০২১ | কাশীপুর-বেলগাছিয়া | ১৪,৭৫৭ | ৪০,৭৯২ | ৭৬,১৮২ |
একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?
একুশের বিধানসভা নির্বাচনে কলকাতা উত্তরের সাতটি বিধানসভা আসনই জেতে তৃণমূল। চৌরঙ্গীতে জয়ী হন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। এন্টালিতে জয়ী হন স্বর্ণকমল সাহা। বেলেঘাটায় জেতেন পরেশ পাল। তৃণমূলের টিকিটে জোড়াসাঁকোয় জয়ী হন বিবেক গুপ্ত। শ্যামপুকুরে ঘাসফুল ফোটান শশী পাঁজা। মানিকতলায় জেতেন সাধন পাণ্ডে। আর কাশীপুর-বেলগাছিয়ায় জয়ী হন অতীত ঘোষ। ২০২২ সালে প্রয়াত হন মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে। কিন্তু, কলকাতা হাইকোর্টে এই আসনের ফলাফল সংক্রান্ত একটি মামলার কারণে এখনও উপনির্বাচন হয়নি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় ৩৬.৮ শতাংশ ভোট। তৃণমূল ৫০.৩ শতাংশ, সিপিএম ৭.৫ শতাংশ ও কংগ্রেস ২.৮ শতাংশ ভোট পায়। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ২৯.৬ শতাংশ ভোট। তৃণমূল ৫৮.৭ শতাংশ, সিপিএম ৪.৭ শতাংশ ও কংগ্রেস ২.১ শতাংশ ভোট পায়।
চব্বিশের নির্বাচনে প্রার্থী কারা?
বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই কলকাতা উত্তরে প্রার্থী করেছে তৃণমূল। আর ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়া তাপস রায়কে প্রার্থী করেছে বিজেপি। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য।