AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah Division: কেন এত ট্রেন লেট হাওড়া ডিভিশনে? বড় কারণ বলে দিলেন খোদ পূর্ব রেলেরই জেনারেল ম্যানেজার

Train late in Howrah: এদিকে এর আগে বারবার দক্ষিণ-পূর্ব রেল ডিভিশনের অন্তর্গত অংশে ট্রেনের গতি নিয়ে প্রশ্ন উঠলেও নিরুত্তাপ থেকেছেন রেলের কর্তারা। কিন্তু বিষয়টি এবার যথেষ্ট মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছেন দিল্লির রেলবোর্ডের কর্তারাও।

Howrah Division: কেন এত ট্রেন লেট হাওড়া ডিভিশনে? বড় কারণ বলে দিলেন খোদ পূর্ব রেলেরই জেনারেল ম্যানেজার
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Dec 05, 2025 | 3:08 PM
Share

কলকাতা: দক্ষিণ পূর্ব রেলের ট্রেনের গতি নিয়ে সম্প্রতি সংসদে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। এরইমধ্য়ে এবার হাওড়ায় নিত্যদিন ট্রেন লেট নিয়ে দক্ষিণ পূর্ব ডিভিশনের অব্যবস্থার উপরে দায় চাপালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর। অন্য শাখা তো রয়েই সঙ্গে সঙ্গে দীর্ঘদিন থেকেই দক্ষিণ-পূর্ব রেলের অধীনস্থ শাখাগুলিতে লাগাতার ট্রেন দেরিতে চলার অভিযোগ সামনে এসেছে। যাত্রীদের মধ্যে বেড়েই চলেছে ক্ষোভ। প্রভাব পড়ছে পূর্ব ডিভিশনের অন্তর্গত হাওড়া ডিভিশনের শাখা গুলিতে ট্রেন চলাচলের ক্ষেত্রেও। প্রায়শই নানা বিক্ষোভের ছবিও দেখা গিয়েছে। এবার এই পরিস্থিতির জন্য পূর্ব রেলের জেনারেল ম্যানেজার দায় চাপালেন দক্ষিণ পূর্ব রেলের কাজের উপরে।

শুক্রবার আইসিসি বণিকসভা আয়োজিত রেলের অনুষ্ঠানে এসেছিলেন পূর্ব রেলের জেনারেল মিলিন্দ দেউস্কর। সেখানেই রীতিমতো ক্ষোভের সুরে বলেন, দক্ষিণ পূর্ব রেলের পণ্যবাহী ট্রেন যে সময়ে পূর্ব রেলের জ়োনে ঢুকছে, তাতে লাইন দীর্ঘ সময় ব্লক হয়ে থাকছে। যে কারণে সাধারণ ট্রেনগুলি নির্দিষ্ট সময়ে স্টেশনে ঢুকতে যেমন পারছে না তেমনই সময়মতো চলতেও পারছে না। সব মিলিয়ে গতি কমছে পরিষেবার। 

এদিকে এর আগে বারবার দক্ষিণ-পূর্ব রেল ডিভিশনের অন্তর্গত অংশে ট্রেনের গতি নিয়ে প্রশ্ন উঠলেও নিরুত্তাপ থেকেছেন রেলের কর্তারা। কিন্তু বিষয়টি এবার যথেষ্ট মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছেন দিল্লির রেলবোর্ডের কর্তারাও। এদিন পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের বক্তব্য সেই বিষয়টিকে প্রমাণ করে দিল বলে মত ওয়াকিবহাল মহলের। অন্যদিকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এও বলেন হাওড়া ডিভিশনে লোকাল ট্রেনের জন্য নির্দিষ্ট ট্র‍্যাক নেই। বর্তমানে লিলুয়া থেকে হাওড়ার মধ্যে সেই ডেডিকেটেড অংশ তৈরির চেষ্টা চলছে। তাতে হয়তো সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলে তাঁর মত।