Dilip Ghosh Birthday: কেন বছরে দু’বার জন্মদিন পালন করেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh Birthday: এদিনও দিলীপ ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য মানুষ। শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তথ্য প্রযুক্তি দপ্তরের আধিকারিকদের মাধ্যমে তিনি শুভেচ্ছা বার্তা হিসাবে ফুল, মিষ্টি পাঠিয়েছেন।

কলকাতা ও বর্ধমান: ৩ মাস ১৩ দিনের মাথায় আবার জন্মদিন পালন হল বিজেপি নেতা দিলীপ ঘোষের। শুনতে অবাক লাগলেও এদিন দিনভর এ ছবিই দেখা গেল। শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা বার্তা জানালেন, সেলিব্রেটও হল অনেক জায়গায়। কেক-মিষ্টি খাইয়ে দিলীপকে জন্মদিনের শুভেচ্ছাও জানালেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিকে ১৯ এপ্রিলও পালন হয়েছিল জন্মদিন। ওই দিন বর্ধমান শহরের প্রাচীন ঈশ্বানেশ্বর মন্দিরে জন্মদিন উপলক্ষ্যে পুজো দিয়েছিলেন দিলীপ নিজেই। কর্মীরা সেলিব্রেটও করেন। কিন্তু, ফের তাহলে ১ অগস্ট জন্মদিন পালন কেন?
উইকিপিডিয়া খুললে কিন্তু দেখা যাচ্ছে ১ অগস্টই জন্মদিন দিলীপের। তাহলে ১৯ এপ্রিল কেন? দুই প্রশ্নের মাঝে পড়ে ধোঁয়াশা বেড়েছে অনেকের মনেই। সূত্রের খবর, তিথি অনুসারে জন্মদিন ৫ বৈশাখ। ফলে ইংরেজিতে এবার সেটা ১৯ এপ্রিল ছিল। সেই অনুসারে পুজো দিয়েছিলেন দিলীপ। ওটাও দলের অনেকে এখন জানেন। ফলে কেউ কেউ শুভেচ্ছা জানান ওই দিন। এবার আবার ভোটের মধ্যেই ছিল সেই দিন। ফলে একটা বাড়তি মাত্রা পায়। কিন্তু, সমস্ত অফিসিয়াল ডকুমেন্টে ১ অগস্টকেই জন্মদিন হিসাবে দেখিয়েছেন দিলীপ। সেই অনুযায়ী এদিন তাঁর ‘অফিসিয়াল জন্মদিন’ বলে ধরা হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের।
এদিনও দিলীপ ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য মানুষ। শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তথ্য প্রযুক্তি দপ্তরের আধিকারিকদের মাধ্যমে তিনি শুভেচ্ছা বার্তা হিসাবে ফুল, মিষ্টি পাঠিয়েছেন। পাল্টা ধন্যবাদও জানিয়েছেন দিলীপও। অন্যদিকে জন্মদিনেও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতে ভোলেননি দিলীপ। হোয়াটসঅ্যাপে দিয়েছেন বার্তা। লিখছেন, ‘তৃণমূলকে এই রাজ্য থেকে উৎখাত করতে একমাত্র বিকল্প বিজেপিই।’ সেই সঙ্গে বিধানসভায় সৌজন্য সাক্ষাতের কথাও উল্লেখ করেন। লেখেন, ‘আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী কক্ষে সকল বিধায়কদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে উপস্থিত ছিলাম। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়কগণ। সকলের সঙ্গে সৌজন্য বিনিময়, বার্তালাপ হল। বিজেপি বিধায়কদের থেকে সংবর্ধনা ও সকলের সঙ্গে মিষ্টিমুখ করে খুব ভালো সময় কাটল।’





