BJP MP: ‘জঙ্গিদের সঙ্গে সিঁদুরধারিণীদের লড়াই করা উচিত ছিল’, BJP সাংসদের মন্তব্যে জোরদার বিতর্ক, তীব্র প্রতিবাদ চন্দ্রিমাদের
BJP MP: পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল ছাব্বিশ প্রাণ। আর ঠিক তারপরেই ভারতের ক্ষোভের আগুনে জ্বলে গিয়েছে আস্ত বাংলাদেশ। ভারতের পাল্টা প্রত্যাঘাতে গুড়িয়ে গিয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি।

তোপ দেগেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বলছেন, “এভাবে মহিলা সিঁদুরের অমর্যদা করবেন না। আমরা এর তীব্রভাবে ধিক্কার জানাই। মহিলা আছে বলে আপনি সূর্যের আলো দেখেছেন। তাই তাঁদের অপমান করার অধিকার আপনাকে কেউ দেয়নি।”
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল ছাব্বিশ প্রাণ। আর ঠিক তারপরেই ভারতের ক্ষোভের আগুনে জ্বলে গিয়েছে আস্ত বাংলাদেশ। ভারতের পাল্টা প্রত্যাঘাতে গুড়িয়ে গিয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। তার মধ্যে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টারও রয়েছে। মৃত্যু হয়েছিল শতাধিক জঙ্গির। তেলেবেগুনে জ্বলে ওঠে পাক সেনা। পাল্টা ভারতের দিকে আক্রমণ করে বসে। কিন্তু, শেষে মার খেয়ে ফিরতে হয়েছে বাড়ি।
