FIFA World Cup: তৃতীয়বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল
২০ নভেম্বর থেকেই কাতারে শুরু হয়ে যাবে ফুটবলের বিশ্বযুদ্ধ। সেই আবহেই টিভি৯ বাংলা তুলে ধরছে বিশ্বকাপের ইতিহাস।
৫৮ ও ৬২ সালের মতোই ১৯৭০ সালে একাধিপত্য দেখিয়ে বিশ্বকাপ জেতে ব্রাজিল। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই ব্রাজিল বুঝিয়ে দিয়েছিল বিশ্বকাপ জিততেই মেস্কিকোয় এসেছে তারা। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্র, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড এবং তৃতীয় ম্যাচে রোমানিয়াকে হারায় তারা। বিশ্বকাপের ৬ ম্যাচে মোট ১৯টি গোল করেন ব্রাজিলের ফুটবলাররা। এই বিশ্বকাপে পেলের পাশে ছিলেন জার্জিনহো, রিভেলিনো, গার্সন, টোস্টারাও। সেমিফাইনালে উরুগুয়েকে ৩-১ গোলে হারায় ব্রাজিল। ফাইনালে ৪-১ গোলে হারায় ইতালিকে। এর আগে ব্রাজিল এবং ইটালি দুদলই দুবার করে বিশ্বকাপ জিতেছিল। তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জিতে নতুন রেকর্ড গড়ে ব্রাজিল।
পেলে এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গোল করেছিলেন। ফাইনালের বাকি গোলগুলি করেন গাসন, জর্জিনহো এবং অধিনায়ক কার্লোস অ্যালবার্তো। তবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন পশ্চিম জার্মানির গার্ড মুলার। এই বিশ্বকাপে মোট ১০টি গোল করেছিলেন তিনি।