নয়া দিল্লি: সামনেই গুজরাট বিধানসভা নির্বাচন, তবে কংগ্রেস পাখির চোখ বানিয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে (Lok Sabha 2024)। আসন্ন লোকসভা নির্বাচনে কীভাবে বিজেপিকে হারানো যায়, তার পরিকল্পনা করতেই প্রথমবার বৈঠকে বসছে কংগ্রেসের টাস্ক ফোর্স (Congress Task Force)। কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়্গে(Mallikarjun Kharge)-র নেতৃত্বেই আগামী সোমবার এই বৈঠকে বসছে কংগ্রেস।
গত মাসেই কংগ্রেসের জাতীয় সভাপতি হিসাবে নির্বাচিত হন মল্লিকার্জুন খাড়্গে। দলের যাবতীয় দায়িত্ব এখন তাঁর ঘাড়েই। কংগ্রেস সভাপতি হিসাবে এই প্রথম তিনি টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে এখনও অবধি টাস্ক ফোর্স কী কী কাজ করেছে এবং আগামিদিনের জন্য কী পরিকল্পনা রয়েছে তাদের, সেই বিষয়েই মল্লিকার্জুন খাড়্গেকে ওয়াকিবহাল করা হবে বলে জানা গিয়েছে।
কংগ্রেসের এই টাস্ক ফোর্সের সদস্যরা হলেন পি চিদাম্বরম, মুকুল ওয়াসনিক, জয়রাম রমেশ, কেসি বেণুগোপাল, অজয় মাকেন, রণদীপ সূর্যেওয়ালা, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা ও সুনীল কানুগোলু।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবির শুরু হওয়ার ঠিক আগেই কংগ্রেসের তরফে ‘ক্ষমতাশীল অ্যাকশন গ্রুপ’ তৈরির কথা ঘোষণা করা হয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দলে কী কী সমস্যা রয়েছে, তা তুলে ধরা ও সমাধানের জন্যই এই অ্যাকশন গ্রুপ তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছিল। আট সদস্যের কমিটির রিপোর্ট অনুযায়ীই কংগ্রেসের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী এই কমিটি গঠন করেন। লোকসভা নির্বাচনের পাশাপাশি এই টাস্ক ফোর্স বিধানসভা নির্বাচনের যাবতীয় প্রস্তুতির উপরে নজরদারি করবে বলেই জানানো হয়েছিল। টাস্ক ফোর্সের প্রত্যেক সদস্যদেরও সংগঠন, জনসংযোগ, আর্থিক ও নির্বাচনী কার্যকলাপ দেখাশোনার জন্য আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সময় জানানো হয়েছিল, প্রত্যেক ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা অন্তরই এই কমিটি বৈঠকে বসবে। যদিও সেই পরিকল্পনা সফল হয়নি। মল্লিকার্জুন খাড়্গে কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর এবার টাস্ক ফোর্সে কোনও পরিবর্তন আসবে কি না, তাই-ই দেখার।