দ্বিপাক্ষিক চুক্তি মেনেই বর্ষশুরুতে বন্দি তালিকা আদানপ্রদান ভারত-পাকিস্তানের

পাকিস্তানের তরফে জানানো হয়, সেখানে মোট ৩১৯জন ভারতীয় বন্দি রয়েছে। এদের মধ্যে ৪৯ জন সাধারণ নাগরিক ও ২৭০জন মৎসজীবী রয়েছেন। অন্যদিকে ভারতের প্রকাশিত তালিকা অনুযায়ী, এদেশে মোট ৩৪০ জন পাকিস্তানের নাগরিক বন্দি হিসাবে রয়েছে। তাঁদের মধ্যে ২৬৩জন সাধারণ মানুষ ও ৭৭ জন মৎসজীবী রয়েছেন।

দ্বিপাক্ষিক চুক্তি মেনেই বর্ষশুরুতে বন্দি তালিকা আদানপ্রদান ভারত-পাকিস্তানের
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Jan 01, 2021 | 5:38 PM

ইসলামাবাদ: রীতি মেনেই বর্ষশুরুতে একে অপরের দেশে আটকে থাকা বন্দিদের তালিকা প্রকাশ করল ভারত (India) ও পাকিস্তান (Pakistan)। শুক্রবার পাকিস্তান ৩১৯ জন ভারতীয় বন্দির একটি তালিকা ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে জমা দেয়। অন্যদিকে দিল্লিতেও পাক দূতাবাসে ৩৪০জন পাকিস্তানি বন্দির তালিকা জমা দেয় ভারত সরকার।

বিদেশ দপ্তরের তরফে ২০০৮ সালের ২১ মে দুই দেশের মধ্যে কনস্যুলার অ্যাক্সেস চুক্তি (Consular Access Agreement) অনুযায়ী প্রতিবছরই দুবার, অর্থাৎ ১ জানুয়ারি ও ১ জুলাই দুই দেশকেই একে অপরের দেশে বন্দি থাকা নাগরিকদের তালিকা প্রকাশ করতে হয়। ২০২১ সালের শুরুতেও সেই নিয়ম মেনেই দুই দেশের তরফ থেকে বন্দি অপর দেশের নাগরিকদের তালিকা প্রকাশ করা হল।

পাকিস্তানের তরফে জানানো হয়, সেখানে মোট ৩১৯জন ভারতীয় বন্দি রয়েছে। এদের মধ্যে ৪৯ জন সাধারণ নাগরিক ও ২৭০জন মৎসজীবী রয়েছেন। অন্যদিকে ভারতের প্রকাশিত তালিকা অনুযায়ী, এদেশে মোট ৩৪০ জন পাকিস্তানের নাগরিক বন্দি হিসাবে রয়েছে। তাঁদের মধ্যে ২৬৩জন সাধারণ মানুষ ও ৭৭ জন মৎসজীবী রয়েছেন।

আরও পড়ুন: ‘ঘরের নয়, এই চাবি আসলে বিকাশের চাবি’, লাইট হাউস প্রকল্পের উদ্বোধনে বললেন প্রধানমন্ত্রী

মূলত পাকিস্তান থেকেই ভারতে অনুপ্রবেশের ঘটনা ঘটলেও কখনও কখনও উপত্যকায় সীমান্তরেখা বুঝতে না পেরে সাধারণ মানুষ ওই পারে চলে গেলে তাঁদেরও বন্দি বানানো হয়। জলভাগে কোনও কাঁটাতারের রেখা না থাকায় মৎসজীবীরাও ভুল করে সীমান্ত পেরিয়ে ফেলেন প্রায়সই।

একদিকে পুলওয়ামা হামলা (Pulwama Attack) ও তার জবাবে ভারতের পাকিস্তানে বিমান হানা চালানোয় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়ে। ২০১৯ সালের অগস্ট মাসে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা (Special Status of Jammu-Kashmir) প্রত্যাহারের পর ভারতের উপর আরও ক্ষুব্ধ হয় পাকিস্তান। দুই দেশের সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকে। প্রতিবেশী দুই দেশের মধ্যে লাগাতার চাপা উত্তেজনা বজায় থাকলেও বন্দি তালিকা প্রকাশের প্রথা এখনও অবধি ভঙ্গ হয়নি।

আরও পড়ুন: আরও ৪ ব্যক্তির শরীরে ব্রিটেনের ‘স্ট্রেন’! দেশে ‘সুপার স্প্রেডারে’ আক্রান্ত ২৯