Suri News: জঞ্জালের মধ্যে বোমা!
সিউড়ি শহরের ১১নং ওয়ার্ডের রুটিপাড়াতে পুরকর্মীদের জঙ্গল পরিস্কারের সময় কৌট বোমা উদ্ধার। এই ঘটনার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পরে সিউড়ি থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে , বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়।
সিউড়ি শহরের ১১নং ওয়ার্ডের রুটিপাড়াতে পুরকর্মীদের জঙ্গল পরিস্কারের সময় কৌট বোমা উদ্ধার। এই ঘটনার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পরে সিউড়ি থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে , বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়।
তবে কে বা কারা ওই জায়হায় বোমা রেখেছিল তার তদন্তে সিউড়ী পুলিশ। উল্লেখ্য গত দুদিন আগেই সিউড়ী শহরের একটি ক্লাব লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতিরা।
এই ওয়ার্ডটি দুষ্কৃতীদের আখড়া হয়ে উঠছে তা নিজের মুখে স্বীকার করছেন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি বলছেন দলীয় নেতৃত্বকে এবং প্রশাসনকে জানানো হয়েছে এ বিষয়ে। প্রশাসনকে আরো সদর্থক ভূমিকা নিতে হবে, তাহলে এলাকার শান্তি বজায় থাকবে।
Latest Videos