Kakdwip: সিলিন্ডারের নব ঘোরাতেই জ্বলে ওঠে সব, ঝলসে যাওয়া বধূকে বাঁচাতে গিয়ে দগ্ধ ২

Kakdwip: স্থানীয় সূত্রের খবর, এলাকার বাসিন্দা তাপস দাসের স্ত্রী রান্না করছিলেন। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। হঠাৎ করে গ্যাস সিলিন্ডারে আগুন জ্বলতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই আগুন লেগে যায় তাঁর শাড়িতে।

Kakdwip: সিলিন্ডারের নব ঘোরাতেই জ্বলে ওঠে সব, ঝলসে যাওয়া বধূকে বাঁচাতে গিয়ে দগ্ধ ২
পুড়ে খাক গোটা বাড়ি Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 2:53 PM

দক্ষিণ ২৪ পরগনা: রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। অগ্নিদগ্ধ হয়ে পড়েন এক গৃহবধূ। আর সেই বধূকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ আরও দুই প্রতিবেশী। তাঁদের শরীরের অনেকাংশই ঝলসে গিয়েছে।  ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের  অক্ষয়নগর শিবপুর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় তিন জনকেই কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, এলাকার বাসিন্দা তাপস দাসের স্ত্রী রান্না করছিলেন। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। হঠাৎ করে গ্যাস সিলিন্ডারে আগুন জ্বলতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই আগুন লেগে যায় তাঁর শাড়িতে। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলকে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছে। পাশে বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হতে থাকে।

বেশ কিছুক্ষণ পরে দমকল আসে। মহিলাকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে পড়েন আরও দুই প্রতিবেশী। তাঁদেরও হাত-পিঠ পুড়ে যায়।  আহত তিনজনকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। চিকিৎসকরা জানিয়েছেন, গৃহবধূর শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। বাকি দু’জনেরও শরীরের অনেকটাই ঝলসে গিয়েছে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই এলাকা এমনিতেই ঘিঞ্জি। আগুন যেভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছিল, তাতে বিপদের আশঙ্কা ছিল।