Happy Birthday Amitabh: ‘আমার কোনও আভিজাত্যই নেই’, বাবার কোন উপদেশ আজও মনে রেখেছেন অমিতাভ
Amitabh Bachchan: অমিতাভ বচ্চন আট থেকে আশির সঙ্গে সমান এনার্জি নিয়ে কাজ করতে যে কতটা পটু তা আজ আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাঁর আভিজাত্যই আলাদা। সত্যি কি তাই? দর্শক ফ্যানেরা তা মনে করলেও তিনি তা মনে করেন না। কারণ তিনি মনে করেন, তাঁর সবটাই তাঁর বাবার থেকে পাওয়া। তাঁর মায়ের থেকে পাওয়া।
অমিতাভ বচ্চন, ৮১ তম জন্মদিনে এসেও আজও তিনি বলিউডে অন্যতম সক্রিয় সুপারস্টার। অনেক প্রবীণ শিল্পীই রয়েছেন, যাঁর সময়ের সঙ্গে সঙ্গে অবসর নিয়েছেন, কিংবা কাজের পরিমাণ কমিয়ে ফেলেছেন। অমিতাভ বচ্চনের ক্ষেত্রে সেই ফর্মুলা খাটে না। কারণ অমিতাভ বচ্চন বর্তমান স্টারদের কাঁধে কাঁদ মিলিয়ে লড়াতে জানেন। অমিতাভ বচ্চন আট থেকে আশির সঙ্গে সমান এনার্জি নিয়ে কাজ করতে যে কতটা পটু তা আজ আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাঁর আভিজাত্যই আলাদা। সত্যি কি তাই? দর্শক ফ্যানেরা তা মনে করলেও তিনি তা মনে করেন না। কারণ তিনি মনে করেন, তাঁর সবটাই তাঁর বাবার থেকে পাওয়া। তাঁর মায়ের থেকে পাওয়া। অমিতাভ বচ্চনের বাবা জনপ্রিয় কবি হরিনিভাশ রাই বচ্চন, মা সমাজকর্মী তেজি বচ্চন।
একবার এক সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, ”৫০ বছর হয়ে গেল পাবলিক লাইফে রয়েছি। কিন্তু ব্যক্তিগতভাবে ততটাই দূরত্ব। কিন্তু আমি জন্মলগ্ন থেকেই পাবলিক ফিগার। আমি সব সময় বলে থাকি, আমি জন্ম থেকেই পাবলিক ফিগার। আমার বাবার হিন্দি সাহিত্য দুনিয়ায় পরিচিত। আর তাঁরা আমার পরিচয় করিয়েছিলেন মিস্টার বচ্চনের পুত্র হিসেবে। যেখানেই আমি যেতাম, এটাই আমার পরিচয়। আমরা এমনই পরিবেশে বড় হয়েছি। আমার নিজের কোনও আভিজাত্য নেই, যা আছে সবটাই আমার বাবার।”
অমিতাভ বচ্চন একাধিকবার সাক্ষাৎকারে তাঁর বাবার প্রসঙ্গে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন তাঁর বাবা কোথাও গিয়ে যেন প্রতিটা পদে পদে তাঁকে অনুপ্রাণিত করেন। একবার তাঁর বাবাই তাঁকে পরিস্থিতি নিয়ে উপদেশ দিয়েছিলেন, যে ”যদি মনের ইচ্ছেতে হয় তো ঠিক আছে, যদি না হয় তোও মন্দ কি?” অমিতাভ বচ্চন কখনও ব্লগে লিখেছেন, কখনও আবার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এগুলো লিখতেন। একবার অভিনেতা অমিতাভ বচ্চন তাঁর বাবাকে বলেছিলেন, ”বাবা জীবনে অনেক লড়াই। উত্তরে তাঁর বাবা তাঁকে বলেছিলেন, জীবনটাই লড়াই।”