GDP-র ১৩% মোট Corona প্যাকেজ: Nirmala Sitaraman

sreejayee das

|

Updated on: Feb 01, 2021 | 5:50 PM

করোনা ভ্যাকসিনের জন্য ৩৫ হাজার কোটি টাকা ফান্ড দেওয়া হয়েছে, জানালেন সীতারামন।

স্বাধীনতার পর প্রথম অর্থমন্ত্রী ছিলেন সন্মূখম চেত্তি। তারপর অর্থ মন্ত্রক সামলেছেন ইন্দিরা গান্ধীও। ইতিহাস বদলেছে ভারতের, কিন্তু চেনা ছবিটা বদলায়নি বহু বছর। প্রত্যেকবারই ব্রিফকেস হাতে দেখা যেত অর্থমন্ত্রীদের। প্রথমবার প্রথা ভাঙেন নির্মলা সীতারমন । ইন্দিরার পর তিনিই দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী। আর তাঁর হাত ধরেই বদলায় সেই চিরাচরিত প্রথা। এই প্রথম পেপারলেস বাজেট। ট্যাব থেকে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনা ভ্যাকসিনের জন্য ৩৫ হাজার কোটি টাকা ফান্ড দেওয়া হয়েছে, জানালেন সীতারামন। পিএম আত্মনির্ভর স্বাস্থ্য ভারত মিশনে ৬৪১৮৪ কোটি টাকা খরচ করা হবে। এই প্রকল্প ন্যাশনাল হেল্থ মিশন থেকে আলাদা। এর জন্য খরচও পৃথকভাবেই করা হবে। জেলায় জেলায় পাবলিক হেল্থ ইউনিটের ভূমিকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

 

 

Published on: Feb 01, 2021 03:31 PM