Coriander Leaf For Skin: উজ্জ্বল সুন্দর ত্বক চাই তো? চোখ বন্ধ করে ভরসা রাখুন ধনে পাতার উপর
Coriander Benefits: শুধু টোনার হিসেবেই নয়, তেল হিসেবেও ব্যবহার করা যায় ধনে পাতা। ত্বক ও চুলের পরিচর্যায় ভীষণ সাহায্য করে এই পাতা। ত্বককে পুষ্টি জোগাতে ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে এই তেল।

যেকোনও খাবারকে অন্য মাত্রা এনে দেয় ধনেপাতা। রান্নার স্বাদ ও গন্ধ বাড়াতে এর জুড়ি নেই। তবে শুধু রান্নার জন্যই নয়, ত্বকেরও পরম বন্ধু ধনেপাতা। ত্বকের বিভিন্ন সমস্যা মেটাতে একাই একশো এই বিশেষ পাতা। শুধু জানতে হবে সঠিক ব্যবহার।
ধনেপাতায় রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ যা ত্বকের জেল্লা বাড়ানোর সঙ্গে-সঙ্গেই নানা সমস্য়া মেটাতে সাহায্য করে। কিন্তু প্রশ্ন হল কীভাবে ব্যবহার করলে ফল মিলবে। জানুন ত্বকের যত্নে কীভাবে কাজে লাগাবেন এই বিশেষ পাতাকে।
ধনে পাতার টোনার: উজ্জ্বল ও সুন্দর ত্বকের রহস্য লুকিয়ে ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং-এ। তাই ত্বককে সুন্দর করতে টোনার ব্যবহার করতেই হয়। তবে বাজার চলতি টোনারের পিছনে পয়সা খরচ না করে ব্যবহার করুন ধনেপাতার টোনার। একটি পাত্রে জল ফুটিয়ে নিয়ে তাতে কয়েকটি ধনেপাতা দিয়ে দিন। এবার ওই জল আরও একটু ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিন। এবার তা ছেঁকে নিয়ে স্প্রে বোতলে ভরে টোনার হিসেবে ব্যবহার করুন। এই ধনেপাতার টোনার ত্বকের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
ধনে পাতার তেল: শুধু টোনার হিসেবেই নয়, তেল হিসেবেও ব্যবহার করা যায় ধনে পাতা। ত্বক ও চুলের পরিচর্যায় ভীষণ সাহায্য করে এই পাতা। ত্বককে পুষ্টি জোগাতে ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে এই তেল। বেশি কিছুই না, এক কাপ মতো নারকেল তেলের সঙ্গে আমন্ডের তেল ও এক মুঠো ধনে পাতা দিন। এবার এই মিশ্রণটি ভাল করে ফুটিয়ে নিন। তেলটা তৈরি হয়ে গেলে ঠান্ডা করে ছেঁকে নিন। এরপর বোতলে ভরে ব্যবহার করুন। ত্বকে ও চুলে ব্যবহার করুন এই তেল। কয়েক সপ্তাহেই নিজের চোখেই ফল দেখতে পাবেন।
