রেললাইনের ধারে মিলল কর্নাটকের ডেপুটি স্পিকারের মৃতদেহ

প্রাথমিক তদন্তের পর পুলিস জানায়, রেললাইনের ধার থেকে ধর্মেগৌড়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট (Suicide Note)-ও উদ্ধার হয়েছে। বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

রেললাইনের ধারে মিলল কর্নাটকের ডেপুটি স্পিকারের মৃতদেহ
এসএল ধর্মেগৌড়া। ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 29, 2020 | 11:22 AM

চিকমাগালুরু: রেললাইনের ধারে মিলল কর্নাটক বিধান পরিষদের ডেপুটি স্পিকার (Deputy Speaker)-র মৃতদেহ। চলতি মাসেই বিধান পরিষদে বিরোধীরা তাঁকে হেনস্থা করায় তিনি খবরের শিরোনামে উঠে এসেছিলেন। প্রাথমিক তদন্তে পুলিস আত্মহত্যা বললেও ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা।

সোমবার রাত দুটো নাগাদ চিকমাগালুরু জেলার একটি রেললাইনের কিছুটা দূরে এসএল ধর্মেগৌড়া (SL Dharmegowda)-র মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে পুলিসে খবর দেন তাঁরা। পুলিস এসে তাঁর দেহ উদ্ধার করে নিয়ে যায়।

প্রাথমিক তদন্তের পর পুলিস জানায়, রেললাইনের ধার থেকে ধর্মেগৌড়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট (Suicide Note)-ও উদ্ধার হয়েছে। বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

dead

এই রেললাইনের ধার থেকেই মৃতদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বর্ষশেষে উৎসবে রাশ টানতে রাজ্যগুলিকে একগুচ্ছ পরামর্শ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেডিএস (JDS) প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী দেভগৌড়া (Deve Gowda)। তিনি বলেন, “জেডিএস নেতা ও বিধান পরিষদের ডেপুটি স্পিকার ধর্মেগৌড়ার আত্মহত্যার খবর শুনে অত্যন্ত চকিত। তিনি অত্যন্ত শান্তশিষ্ট ও ভদ্র একজন মানুষ ছিলেন। ওনার মৃত্যুতে গোটা রাজ্যের ক্ষতি হল।”

মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা (BS Yediyurappa)-ও এই ঘটনায় শোক প্রকাশ করেন ও দুঃখজনক বলে আখ্যা দেন। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী (Kumaraswamy) বলেন, “ধর্মেগৌড়া আমার ভাইয়ের মতো ছিল। তাঁর মৃত্যুর খবরে আমি চকিত। অত্য়ন্ত নিষ্ঠাবান রাজনীতিবিদ ছিলেন তিনি।”

চলতি মাসেই ১৫ তারিখ কর্নাটক বিধান পরিষদে (Karnataka Legislative Council) সভা মুলতুবি করা নিয়ে বিরোধীরা তাঁকে ঘিরে ফেলেন এবং টেনে ছিচড়ে চেয়ার থেকে নামিয়ে দেন। কোনওমতে আক্রামণের হাত থেকে বেঁচে তিনি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান। গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়।

বিধান পরিষদে এই অপমানের ঘটনাকে কেন্দ্র করে নাকি অন্য কোনও কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: ‘সৌরভের নেতৃত্বে একুশের ময়দানে ছক্কা ওড়াবে বিজেপি’