India vs New Zealand: বিশ্বকাপ ভুলে সামনে তাকাতে হবে, বলছেন সাউদি

টানা ক্রিকেট খেলার ধকল যেমন রয়েছে, তেমনই দীর্ঘদিন বায়ো বাবলে থাকায় মানসিক ভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছেন ক্রিকেটাররা। সাউদি (Tim Southee) বলছেন, 'এটা সত্যিই একটা ব্যস্ততম সময়। কিন্তু এটা থেকে বেরোনোর মতো পরিস্থিতি আপাতত নেই।

India vs New Zealand: বিশ্বকাপ ভুলে সামনে তাকাতে হবে, বলছেন সাউদি
আবার নতুন করে শুরু করতে চায় টিম নিউজিল্যান্ড। সৌ: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2021 | 4:52 PM

জয়পুর: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ফাইনালে হার এখনও ক্ষত হয়ে রয়েছে। বাহাত্তর ঘণ্টার মধ্যে আবার টি-টোয়েন্টি সিরিজেই নামতে চলেছে নিউজিল্যান্ডে (New Zealand)। ভারতের বিরুদ্ধে তিনটে কুড়ি-বিশের ম্যাচ খেলবে কিউয়িরা। কেন উইলিয়ামসন নিজেকে সরিয়ে নেওয়ায় এই সিরিজে নেতৃত্ব দেবেন টিম সাউদি (Tim Southee)। আমিরশাহিতে বিশ্বকাপের গ্রুপ লিগে ভারতকে (India) হারিয়েছিলেন তাঁরা। তবু এই সিরিজ যে সহজ হবে না, তা খুব ভালো করেই বুঝতে পারছেন সাউদি। আর চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি হচ্ছেন তিনি।

বুধবার জয়পুরে (Jaipur) সফরের প্রথম ম্য়াচ নিউজিল্যান্ডের। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা প্রথম লক্ষ্য সাউদিদের। তারপর ভারতের বিরুদ্ধে জেতার লক্ষ্যে ঝাঁপাবেন তাঁরা। সাউদি বলেছেন, ‘বিশ্বকাপের ফাইনালে হারের পর টিম ভীষণ রকম ভাবে হতাশ। সারা বিশ্বকাপ জুড়ে আমরা দুরন্ত ক্রিকেট খেলেছি। কাপের খুব কাছে গিয়ে ফিরে আসতে যে কোনও টিম হতাশ হবে।’

বিশ্বকাপ পিছনে ফেলে সামনে তাকাতে চাইছেন সাউদি। তাঁর মন্তব্য, ‘এখান থেকে আমাদের ফোকাস ঘোরাতে হবে। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওদের বিরুদ্ধে ওদেরই ঘরের মাঠে খেলা সব সময় কঠিন কাজ। পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে হবে যত দ্রুত সম্ভব। কিন্তু কতটা তা পারব, তা নিয়ে কিছুটা হলেও সন্দেহ আছে।’

উইলিয়ামসন সাদা বলের সিরিজে না খেললেও টেস্ট সিরিজে টিমের নেতৃত্ব দেবেন। টি-টোয়েন্টিতে কিউয়ি অধিনায়কের না থাকাটা কিছুটা চাপের, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সাউদি যা মেনে নিয়ে বলছেন, ‘উইলিয়ামসনের না থাকাটা বিরাট ক্ষতি। ওর কোয়ালিটি প্লেয়ারকে মিস করব। সেই সঙ্গে আমাদের মতো কারও কারও কাছে সামনে এগিয়ে আসার একটা সুযোগও। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন্সি করা আমার কাছে বিরাট সম্মানের।’

টানা ক্রিকেট খেলার ধকল যেমন রয়েছে, তেমনই দীর্ঘদিন বায়ো বাবলে থাকায় মানসিক ভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছেন ক্রিকেটাররা। সাউদি বলছেন, ‘এটা সত্যিই একটা ব্যস্ততম সময়। কিন্তু এটা থেকে বেরোনোর মতো পরিস্থিতি আপাতত নেই। আর সেই কারণেই ভারতের বিরুদ্ধে সিরিজে আমাদের ফোকাস রাখতে হবে। দেশের হয়ে খেলার সুযোগ পাওয়াটা বিরাট ব্যাপার। সেটাই আমাকে সামনে এগিয়ে দেয়।’

আরও পড়ুন : Hardik Pandya: বিতর্ক মেটাতে ঘড়ির দাম জানালেন হার্দিক