Hardik Pandya: বিতর্ক মেটাতে ঘড়ির দাম জানালেন হার্দিক
এ বারের আরব সফরটা একেবারেই ভালো কাটেনি হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya)। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল হোক বা দেশের হয়ে টি-২০ বিশ্বকাপ, ব্যর্থতাই সঙ্গী বরোদার এই অলরাউন্ডারের।
মুম্বই: বিশ্বকাপ খেলে দেশে ফিরেই বিতর্কের মুখে ভারতীয় (Indian cricketer) টিমের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পাঁচ কোটি টাকার ঘড়ি দুবাই থেকে কিনে এনেছেন হার্দিক। কিন্তু বিলে ঘড়ির যে সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে, তার সঙ্গে হার্দিকের কিনে আনা ঘড়ির সিরিয়াল নম্বরের কোনও মিল নেই। হার্দিক যদিও বলছেন, তাঁর সঙ্গে যে দুটি ঘড়ি ছিল তার মূল্য কম-বেশি দেড় কোটি টাকা। সূত্রের খবর, হার্দিকের একটি ঘড়ির দাম ১ কোটি ৪০ লক্ষ, আর একটির দাম ৪০ লক্ষ টাকা। তবে কোনও পক্ষই এমনটা বলেননি যে, হার্দিক এই ঘড়ির জন্য কর দিতে অস্বীকার করেছেন। সমস্যা ওই সিরিয়াল নম্বরের ক্ষেত্রেই। ৫ কোটি (5 crore) টাকার ঘড়ি নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় আজ সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করেন। আত্মপক্ষসমর্থন করে ভারতীয় অলরাউন্ডার দুবাই থেকে ফেরার পরের পুরো ঘটনা জানিয়েছেন।
— hardik pandya (@hardikpandya7) November 16, 2021
নিজের বিবৃতিতে হার্দিক বলেছেন, “সোমবার সকালে দুবাই থেকে ফিরে আমি বিমানবন্দরে নিজের ব্যাগ কালেক্ট করি। তারপর নিজের ইচ্ছেতেই চলে যাই কাস্টমস কাউন্টারে। নিজের সঙ্গে থাকা জিনিসের ডিক্লিয়ারেন্স দিই এবং যা কর হয়েছে সেটা দেব, তাও জানাই। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। দুবাই থেকে আমি যা যা কিনেছি, তা আইন মেনে। আমি নিজেই এগিয়ে গিয়ে আমার সঙ্গে থাকা জিনিসের হিসেব দিয়েছি। কাস্টমস বিভাগ জানায়, কোন কোন জিনিসের বিল প্রয়োজন, সেই মতো তাও জমা দিয়েছি। কাস্টমস বিভাগ সমস্ত হিসেব করে আমায় জানায়, কত টাকা কর হিসেবে দিতে হবে আমায়। আমি আগেই জানিয়েছি, সেই টাকা আমি দেব। সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, ঘড়ির দাম নাকি ৫ কোটি টাকা। কিন্তু সেটা ভুল, দাম দেড় কোটি টাকার মতো। আমি দেশের আইন মেনে চলি। মুম্বই কাস্টমস বিভাগও আমার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছে। আমিও তাদের সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছি। জানিয়েছি, সমস্যা মেটাতে যে যে কাগজের প্রয়োজন আমি তা জমা দেব। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যে, আমি আইন অমান্য করে কোনও কাজ করিনি।”
এ বারের আরব সফরটা একেবারেই ভালো কাটেনি হার্দিক পাণ্ডিয়ার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল হোক বা দেশের হয়ে টি-২০ বিশ্বকাপ, ব্যর্থতাই সঙ্গী বরোদার এই অলরাউন্ডারের। আরব ছাড়ার আগেই তিনি জেনে গিয়েছেন, কঠিন পরীক্ষার মুখে তাঁর ক্রিকেট কেরিয়ার। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরতে হবে। পাশাপাশি আইপিএল (IPL) নিলামেও হয়তো তাঁর সঙ্গ ছাড়তে পারে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।
আরও পড়ুন : T20 World Cup 2022: পরের বিশ্বকাপের কাউন্টডাউন শুরু, ফাইনাল মেলবোর্নে