AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ratua Assembly Election Result 2021 Live Update in Bengali: রতুয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস

Ratua Assembly Election Result 2021 Live Update in Bengali: রতুয়ার জমি কার? বাম-রাম- না ঘাসফুলের?

Ratua Assembly Election Result 2021 Live Update in Bengali: রতুয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস
নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: May 02, 2021 | 11:31 AM
Share

২৯৪ কেন্দ্রে নির্বাচন শেষ এ বার ফলাফলের দিকে তাকিয়ে সকলে। পশ্চিমবঙ্গের (West Bengal) মালদা (Malda) জেলায় রতুয়া বিধানসভা কেন্দ্র (Ratua Assembly Seat)। একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021)

এই আসন থেকে তৃণমূল (TMC) প্রার্থী করেছে সমর মুখোপাধ্যায়কে (Biplob Mitra)। বিজেপি (BJP) টিকিট দিয়েছে অভিষেক সিংহানিয়াকে (Abhishek Singhania), কংগ্রেসের প্রার্থী হয়েছেন নাজিমা খাতুন (Nazima Khatun)। মোট ৯ জন প্রার্থী এই আসন থেকে ভোটে লড়ছেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল ও নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন বিজেপি, দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।.

 

২০১৬ বিধানসভা নির্বাচনে রতুয়া

২০১৬ নির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী ছিলেন রফিকুল ইসলাম। তিনি তৃণমূলের প্রার্থী রঘু শেহনাজ কাদরিকে ৪৩,২৭৫ ভোটে হারিয়ে ছিলেন। তৃণমূল প্রার্থী মোট ভোট পেয়েছিলেন ৯৬ হাজার ৫৮৭ আর বিপ্লব পেয়েছিলেন ৫৩ হাজার ৩১২ ভোট। ২০১৬-র নির্বাচনে এখানে তৃতীয় স্থানে ছিল বিজেপি। পদ্মপ্রার্থী ২৫ হাজারের কিছু বেশি ভোট পেয়েছিলেন।

 

মোট ভোটারের সংখ্যা

২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২,৩৯,৫৫৫ । আগের বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ১,৮৬,৪১৬ জন। এখানকার ২৪৩টি বুথে প্রায় ৮০ শতাংশের ভোট পড়েছিল।

রতুয়া কেন্দ্রে প্রথমবার ভোট পড়েছিল ১৯৫২ সালে। যেখানে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী। বহু বছর ধরে এই আসনে কংগ্রেসের দখল রয়েছে।

 

বিগত নির্বাচনের পরিসংখ্যান

বর্তমান বিধায়ক: সমর মুখোপাধ্যায় মোট প্রাপ্ত ভোট: ৯৬,৫৮৭ মোট ভোটার: ২,৩৯,৫৫৫ ভোট শতাংশ: ৮০.৪২ মোট প্রার্থী: ৭