Sheikh Shajahan: ‘সব মিথ্যা’, এতদিনে ‘আসলটা’ নিয়েই সরাসরি মুখ খুললেন শেখ শাহজাহান
Sheikh Shajahan: শুক্রবার সকালে ইডি হেফাজতথেকে মেডিক্যাল পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে যাওয়ার পথে শুক্রবার সকালেও তিনি জানিয়েছেন, ‘‘সব মিথ্যা। ওরা বিজেপির দালাল।’’

কলকাতা: শুক্রবার ফের শেখ শাহজাহান ইস্যুতে তপ্ত পরিস্থিতি। আগেরদিনই রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন শেখ শাহজাহান। এবার আরও এক ধাপ এগোলেন। এবার সরাসরি নাম করলেন। বললেন, ‘আসলে সব বিজেপির দালাল…’ কী বলতে চাইলেন? কাদের কথা বলতে চাইলেন? তা নিয়েও ছড়াল জল্পনা। জোকা ইএসআই হাসপাতালে তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল শেখ শাহজাহানকে। তাঁকে সেখানে দেখা মাত্রই ক্ষোভ! উঠল চোর চোর স্লোগান। উত্তাল হল হাসপাতাল চত্বর। জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার আগে শাহজাহান বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। শুক্রবার সকালে ইডি হেফাজতথেকে মেডিক্যাল পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে যাওয়ার পথে শুক্রবার সকালেও তিনি জানিয়েছেন, ‘‘সব মিথ্যা। ওরা বিজেপির দালাল।’’ এরপরই সাংবাদিকদের তরফ থেকে পাল্টা প্রশ্ন করা হয়, ‘তাহলে কাদের কথা বলছেন? কারা বিজেপির দালাল?’ সে উত্তর অবশ্য স্পষ্ট করেননি শেখ শাহজাহান।
শেখ শাহজাহান শুধু এটুকুই বলেছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের স্বীকার। এরপর যখন শেখ শাহজাহানকে জোকা ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষার পর বার করে আনা হচ্ছিল, তখন সাধারণ মানুষ তাঁকে দেখে ক্ষোভ প্রকাশ করেন। ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন তাঁরা। ভিড়ের মধ্যে থেকে চিৎকার করে অনেককে বলতে শোনা যায়, ‘ওদের তিহাড়ে পাঠানো উচিত।’
এক জনকে ক্যামেরার সামনেই বলতে শোনা যায়, ‘কেন্দ্রীয় বাহিনী দিয়ে ওদের নিরাপত্তা দেওয়ার কী রয়েছে, গুলি করে মেরে দেওয়া হোক। তার থেকে সন্দেশখালির বুথ নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক।’





