‘শ্রীময়ী’র শুরুতে অনেক বিজ্ঞ ব্যক্তি তাচ্ছিল্যের হাসি হেসেছিল…: টোটা রায় চৌধুরী
বলিউডের প্রথম সারির পরিচালকের সঙ্গে কাজের জন্য দিন কয়েক আগেই মুম্বই পাড়ি দিয়েছিলেন তিনি। টিভিনাইন বাংলাকে জানালেন আপাতত তিনি কলকাতায়। যদিও টাইট শিডিউল রয়েছে তাঁর।

শ্রীময়ী– সন্ধেবেলার ড্রয়িং রুমে বাঙালির সঙ্গী। শ্রীময়ীর পাড়ার কাকিমার চোখে জল অথবা জুন আন্টির প্রতি প্রবল আক্রোশে চপেটাঘাতের ইচ্ছে প্রকাশ করেন কোনও এক মধ্যবয়স্কা। দেখতে দেখতে ধারাবাহিকটি ৭০০ পর্ব পার করল। অথচ শুরুর দিকে সবটা এমন ছিল না। তন্বীদের ভিড়ে মধ্যবয়স্কা এক চরিত্রকে কেন্দ্র করে গড়ে ওঠা ধারাবাহিককি আদৌ টিআরপি’র দৌড়ে নাম লেখাতে পারবে, তা নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা। সে নিয়ে মুখ খুললেন রোহিত সেন ওরফে টোটা রায় চৌধুরী।
টোটা লিখেছেন, “আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় ও পৃষ্ঠপোষকতায় আজ আপনাদের প্রিয় #শ্রীময়ী ৭০০ এপিসোডে পা দিল। জানেন, যখন শুরু হয়েছিল তখন অনেক বিজ্ঞ ব্যক্তি তাচ্ছিল্যের হাসি হেসে বক্রোক্তি করেছিলেন যে চল্লিশোর্ধ কুশীলবদের প্রধান চরিত্রে নিয়ে সিরিয়াল চলবে ভেবেছে?” বাংলায় হিট হওয়ার পর মোট ছয়টি ভাষায় ওই ধারাবাহিকের রিমেক হয়েছে। প্রত্যেক ভাষাতেই নিজস্ব ছাপ রেখেছে ধারাবাহিকটি। এমনকি এর হিন্দি রিমেক অনুপমা এই মুহূর্তে হিন্দি ধারাবাহিকের টিআরপি চার্টে প্রথম স্থানে, সে কথাও জানিয়েছেন টোটা।
টোটা ধন্যবাদ জানিয়েছেন শ্রীময়ীর স্রষ্টা লীনা গঙ্গোপাধ্যায়কেও। লিখেছেন, “ইদানীং যে বিভিন্ন আঞ্চলিক ভাষায় বা বিভিন্ন চ্যানেলে চল্লিশোর্ধ বা পঞ্চাশোর্ধ কলাকুশলীদের প্রধান চরিত্রে মনোনীত করে বহু সিরিয়াল নির্মিত হচ্ছে তা কিন্তু #শ্রীময়ীর পরেই। আর এই পুরো বিষয়টা যে এক বঙ্গতনয়ার মস্তিষ্কপ্রসূত সেটা ভাবলেই অসম্ভব গর্ববোধ করি।” তাঁর চরিত্রটির জন্যও লীনাকে ধন্যবাদ জানিয়েছেন টোটা। ধন্যবাদ জানিয়েছেন দর্শকদেরও।
বলিউডের প্রথম সারির পরিচালকের সঙ্গে কাজের জন্য দিন কয়েক আগেই মুম্বই পাড়ি দিয়েছিলেন তিনি। টিভিনাইন বাংলাকে জানালেন আপাতত তিনি কলকাতায়। যদিও টাইট শিডিউল রয়েছে তাঁর। পাশাপাশি রোহিত সেনের প্রতি দর্শকের মন উজাড় করা ভালবাসাতেও আপ্লুত টোটা।
আরও পড়ুন- Nusrat Jahan: মধ্যরাতে নুসরতের পোস্টে ফিরল ‘অতীত’…!





