Medinipur Lok Sabha Constituency: কাকে ‘মিত্র’ করবে মেদিনীপুর?

May 24, 2024 | 8:17 PM

Medinipur Lok Sabha Constituency: ২০১৪ সালে মেদিনীপুর কেন্দ্রে তৃণমূলের টিকিটে জিতেছিলেন সন্ধ্যা রায়। উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রার্থী বদল করেছিল ঘাসফুল শিবির। বিজেপি প্রার্থী করেছিল দলের তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। মেদিনীপুরে পদ্ম ফোটান দিলীপ। এবার সেখানে প্রার্থী বদল করেছে গেরুয়া শিবির।

Medinipur Lok Sabha Constituency: কাকে মিত্র করবে মেদিনীপুর?
মেদিনীপুরে কে জিতবেন? শনিবার, ২৫ মে ব্যালটবন্দি হবে প্রার্থীদের ভাগ্য

Follow Us

মেদিনীপুর: একসময় কংগ্রেস এবং বাংলা কংগ্রেসের দখলে ছিল এই কেন্দ্র। এমনকি, এখান থেকে জিতেছে ভারতীয় জনসংঘ এবং জনতা পার্টিও। তারপর ১৯৮০ সাল ২০১৪ সাল পর্যন্ত এই লোকসভা আসন ছিল সিপিআইয়ের দখলে। সেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রথমবার ঘাসফুল ফোটে ২০১৪ সালে। পাঁচ বছর পর এই কেন্দ্রে ফুল বদল হয়। একুশের নির্বাচনে আবার এই কেন্দ্রের সাতটি বিধানসভা আসনের মধ্যে ৬টিতে জেতে তৃণমূল। একটি আসন পায় বিজেপি। ভোট প্রাপ্তির হারে অনেকটাই পিছনে চলে যায় বামেরা। চব্বিশের নির্বাচনে কি বামেরা দুই ফুলের সঙ্গে টক্কর দেবে? নাকি একুশের নির্বাচনের ফলাফলের নিরিখে মূল লড়াই হবে দুই ফুলের মধ্যে? উত্তর জানা যাবে ৪ জুন। তার আগে জেনে নেওয়া যাক, কার পায়ে কত জমি।

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল এগরা, দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর সদর, নারায়ণগড়, খড়্গপুর, মেদিনীপুর। ২০১৯ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৬,৭২,৩৭৯। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ১৫.২ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ১২.২ শতাংশ। সংখ্যালঘু ভোটার ৯.৯ শতাংশ। গ্রামীণ ভোটার ৭৬.১ শতাংশ। শহুরে ভোটার ২৩.৯ শতাংশ।

২০১৪ সালে মেদিনীপুর কেন্দ্রে তৃণমূলের টিকিটে জিতেছিলেন সন্ধ্যা রায়। উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রার্থী বদল করেছিল ঘাসফুল শিবির। বিজেপি প্রার্থী করেছিল দলের তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। উনিশের নির্বাচনে তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞাকে ৮৭ হাজারের বেশি ভোটে হারান দিলীপ।

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র সিপিআই বিজেপি তৃণমূল
২০১৯ এগরা ৮,৯৭৭ ১,০৯,৫০৯ ১,০০,৮১৫
২০২১ এগরা ৫,০৮৬ (কংগ্রেস) ১,০৭,২৭২ ১,২৫,৭৬৩
২০১৯ দাঁতন ৫,৮৮৩ ৯২,৪১৩ ৮৫,৭২৪
২০২১ দাঁতন ৫,৬৫২ ৯৪,৫৮৬ ৯৫,২০৯
২০১৯ কেশিয়াড়ি ৭,৫৪৫ ১,০০,০৩২ ৮৯,১৫৮
২০২১ কেশিয়াড়ি ৯,২৭০ (সিপিএম) ৯১,০৩৬ ১,০৬,৩৬৬
২০১৯ খড়্গপুর সদর ৮,১৫৬ ৯৩,৪২৫ ৪৮,২৯৩
২০২১ খড়্গপুর সদর ১০,৭৯১ (কংগ্রেস) ৭৯,৬০৭ ৭৫,৮৩৬
২০১৯ নারায়ণগড় ১১,৫৬৮ ৯৭,৩২৪ ৮৮,৫৭৪
২০২১ নারায়ণগড় ১৩,২২৯ (সিপিএম) ৯৮,৪৭৮ ১,০০,৮৯৪
২০১৯ খড়্গপুর ১০,১১৬ ৮০,২১০ ৮৯,৬৭৭
২০২১ খড়্গপুর ১১,২৪৫ (সিপিএম) ৭৩,৪৯৭ ১,০৯,৭২৭
২০১৯ মেদিনীপুর ৯,৯৮৭ ১,১০,৩৭২ ৯৩,৭৩১
২০২১ মেদিনীপুর ১২,৯৮৪ ৯৬,৭৭৮ ১,২১,১৭৫

একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?

একুশের বিধানসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে ৬টিতে জয়লাভ করে তৃণমূল। বিজেপি পায় একটি আসন। এগরা আসনে জয়লাভ করেন তৃণমূলের তরুণ কুমার মাইতি। দাঁতনে জয়ী হন ঘাসফুল প্রার্থী বিক্রমচন্দ্র প্রধান। কেশিয়াড়িতে জয়ী হন তৃণমূলের পরেশ মুর্মু। একুশের নির্বাচনে খড়্গপুর সদরে ফুটেছিল ঘাসফুল। জয়ী হন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। নারায়ণগড়ে জয়ী হন তৃণমূলের সূর্যকান্ত অট্ট। খড়্গপুর আসনে জেতেন তৃণমূলের দীনেন রায়। এবং মেদিনীপুর আসনে জেতেন তৃণমূলের জুন মালিয়া।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় ৪৯.১ শতাংশ ভোট। তৃণমূল ৪২.৮ শতাংশ ও সিপিআই ৪.৫ শতাংশ ভোট পায়। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ৪৩.৩ শতাংশ ভোট। তৃণমূল ৪৯.৭ শতাংশ, সিপিএম ৪ শতাংশ ও সিপিআই ১.৩ শতাংশ ভোট পায়।

চব্বিশের নির্বাচনে প্রার্থী কারা?

মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে এবার বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী করেছে বিজেপি। আর মেদিনীপুরে পদ্ম শিবিরের প্রার্থী অগ্নিমিত্রা পাল। এই কেন্দ্রে সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট।