Homemade Face Pack: ১৪ দিনে ফেরায় ত্বকের জেল্লা, উজ্জ্বল করে ত্বক! রইল ৩ ফেস প্যাকের হদিশ
Skin Care Tips: আমাদের রান্নাঘরেই আছে এমন কিছু প্রাকৃতিক উপাদান যা দিয়ে তৈরি করা যায় কার্যকরী ফেসপ্যাক। এসব ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বক ভেতর থেকে আর্দ্র থাকে, খসখসে ভাব দূর হয় এবং ত্বক পায় স্বাভাবিক জেল্লা। রইল সেই রেসিপি।

ত্বক নরম, মসৃণ এবং উজ্জ্বল রাখতে বাজারের দামি প্রোডাক্ট ব্যবহার করার দরকার নেই। আমাদের রান্নাঘরেই আছে এমন কিছু প্রাকৃতিক উপাদান যা দিয়ে তৈরি করা যায় কার্যকরী ফেসপ্যাক। এসব ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বক ভেতর থেকে আর্দ্র থাকে, খসখসে ভাব দূর হয় এবং ত্বক পায় স্বাভাবিক জেল্লা। রইল সেই রেসিপি।
১. মধু ও দইয়ের ফেসপ্যাক
উপাদান
টক দই – ২ টেবিল চামচ
মধু – ১ টেবিল চামচ
দই ও মধু ভালোভাবে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। মুখ ও গলায় সমানভাবে লাগিয়ে ১৫–২০ মিনিট রেখে দিন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দই ত্বকের শুষ্কতা দূর করে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ব্রণ ও ফুসকুড়ি প্রতিরোধ করে। নিয়মিত ব্যবহার করলে ত্বক হয় নরম, উজ্জ্বল ও সতেজ।
২. অ্যালোভেরা ও শসার ফেসপ্যাক
উপাদান
টাটকা অ্যালোভেরার জেল – ২ টেবিল চামচ
শসার রস – ২ টেবিল চামচ
শসা গ্রেট করে তার রস বের করে নিন। এবার তাতে অ্যালোভেরার জেল মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা ত্বককে গভীরভাবে হাইড্রেট করে, খসখসে ভাব দূর করে। শসা ত্বকের জ্বালা প্রশমিত করে ও শীতলতা আনে। এই ফেসপ্যাক গরমে বিশেষ উপকারী, ত্বককে করে সতেজ ও নরম।
৩. নারকেল দুধ ও বেসনের ফেসপ্যাক
উপাদান
নারকেল দুধ – ৩ টেবিল চামচ
বেসন – ২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো – ১ চিমটে
সব উপাদান মিশিয়ে মসৃণ পেস্ট বানান। এবার মুখে সমানভাবে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। নারকেল দুধ ত্বককে পুষ্টি দিয়ে নরম করে তোলে। বেসন প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে, মৃত কোষ দূর করে। সামান্য হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং জীবাণুনাশক হিসেবে কাজ করে।
এই ৩টি ফেসপ্যাকই সহজে তৈরি করা যায় এবং ত্বকের ক্ষতি ছাড়াই আর্দ্রতা ও কোমলতা ফিরিয়ে আনে। সপ্তাহে অন্তত ২–৩ বার ব্যবহার করলে ত্বক থাকবে মসৃণ ও উজ্জ্বল। তবে কোনো উপাদানে যদি কারও অ্যালার্জি থাকে, তবে ব্যবহার করার আগে ছোট্ট অংশে টেস্ট করে নিন।
