AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aloe Vera gel vs Coconut Oil: অ্যালোভেরা জেল নাকি নারকেল তেল, শুষ্ক ত্বকের জন্য কোনটা বেশি ভাল?

Tips of Dry Skin Care: যাদের ড্রাই স্কিন, মাঝে মাঝে তারা অতিরিক্ত সমস্যায় পড়েন। অত্যন্ত খসখসে লাগে ত্বক, ফ্যাকাশে ভাব ফুটে ওঠে। এই পরিস্থিতিতে কিছু ঘরোয়া প্রতিকার কাজে লাগিয়ে দেখতে পারেন।

Aloe Vera gel vs Coconut Oil: অ্যালোভেরা জেল নাকি নারকেল তেল, শুষ্ক ত্বকের জন্য কোনটা বেশি ভাল?
Dry Skin Care: অ্যালোভেরা জেল নাকি নারকেল তেল, শুষ্ক ত্বকের জন্য কোনটা বেশি ভাল?Image Credit: Canva
| Updated on: Aug 31, 2025 | 1:21 PM
Share

সকলের ত্বকের ধরন একইরকম হয় না। অনেক ব্যক্তির ত্বক খুবই ড্রাই, কারও আবার তৈলাক্ত ত্বক, আবার কারও ত্বক অত্যন্ত স্পর্শকাতর। স্বাভাবিক ত্বক যদি না হয়, তা হলেই দেখা দেয় নানা সমস্যা। যাদের ড্রাই স্কিন, মাঝে মাঝে তারা অতিরিক্ত সমস্যায় পড়েন। অত্যন্ত খসখসে লাগে ত্বক, ফ্যাকাশে ভাব ফুটে ওঠে। এই পরিস্থিতিতে কিছু ঘরোয়া প্রতিকার কাজে লাগিয়ে দেখতে পারেন। শুষ্ক ত্বকে অনেকে নারকেল তেল, অ্যালো ভেরা জেল লাগান। জানেন কোনটা বেশি ভাল?

অ্যালোভেরা জেল নাকি নারকেল তেল?

নারকেল তেল এবং অ্যালোভেরা জেল দুটোই শুষ্ক ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এটি ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। দিল্লির ম্যাক্স হাসপাতালের ডক্টর দীপালি ভরদ্বাজ এই দুই উপাদানের মধ্যে কোনটা ভাল, তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন। ডক্টর দীপালি জানান, নারকেল তেল এবং অ্যালোভেরা জেল দুটোই ত্বকের জন্য বেশ উপকারী। প্রতিদিন নারকেল তেল মুখে লাগালে কারও কারও ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস হতে পারে। যার ফলে সপ্তাহে দু’বার মুখে নারকেল তেল ম্যাসাজ করতে পারেন। ডক্টর দীপালি এও জানান যে, অ্যালোভেরা যে কোনও মরসুমে এবং যে কোনও সময় ত্বকে লাগালে ভাল ফল মেলে।

বেশি শুষ্ক ও সংবেদনশীল ত্বক হলে নারকেল তেলের জায়গায় অ্যালোভেরা জেল লাগানো ভাল। কারণ এই জেল হালকা ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। অন্যদিকে নারকেল তেল আর্দ্রতা ধরে রাখতে পারে। সেই সঙ্গে ত্বককে কিছুটা তৈলাক্ত করে তুলতে পারে। এতে উপস্থিত ফ্যাটি অ্যাসিড ত্বক মেরামত করতে পারে। এ ছাড়া ফাটা ও শুষ্ক ত্বক সারাতে ব্যবহার করা যায়।

উল্লেখ্য, কোনও কিছুই না বুঝে, না পরীক্ষা করে ত্বকে ব্যবহার ভাল নয়। মুখে অ্যালোভেরা জেল হোক বা নারকেল তেল মাথার আগে একটি প্যাচ টেস্ট করা জরুরি।