Kitchen Hacks: চিনির পাত্রে থিক থিক করছে পিঁপড়ে? রান্নাঘরে থাকা কোন জিনিসে দূর করবেন?
Kitchen Hacks: যতই যাই করে চিনির কৌটো রাখুন না কেন, পিঁপরে বাবাজীরা ঠিক যেন ভেতরে ঢুকে পড়েন। কী করে এই সমস্যা থেকে মুক্তি পাবেন জানেন। চিন্তা নেই পিঁপড়ে তাড়াতে কামান দাগতে হবে না। বরং রান্নাঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই হবে কেল্লাফতে। রইল এই টিপস।

গরম পড়তে না পড়তেই নিজেদের গর্ত থেকে বেরতে শুরু করেছেন তাঁরা। তাঁদের জ্বালায় অতিষ্ট হয়ে ওঠে জীবন। কোথাও কোনও খাবার রাখাটাই দায় হয়ে ওঠে। তার উপর আবার এই মাঝে মাঝে বৃষ্টিতে তো পিঁপড়েদের বাড়বাড়ন্তের শেষ নেই। কোনও খাবার রাখাটাই দায়। বিশেষ করে যতই যাই করে চিনির কৌটো রাখুন না কেন, পিঁপরে বাবাজীরা ঠিক যেন ভেতরে ঢুকে পড়েন। কী করে এই সমস্যা থেকে মুক্তি পাবেন জানেন। চিন্তা নেই পিঁপড়ে তাড়াতে কামান দাগতে হবে না। বরং রান্নাঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই হবে কেল্লাফতে। রইল এই টিপস।
১। সঠিক পাত্র বেছে নিন – চিনি রাখার জন্য একটি উপযুক্ত পাত্র বেছে নিন। চিনি স্টিল বা কাচের পাত্রে সংরক্ষণ করতে পারেন। ভাল করে দেখে নেবেন পাত্রের ঢাকনা যেন ভাল করে বন্ধ থাকে। বায়ুনিরোধক পাত্রে চিনি রাখুন। এতে বৃষ্টিতেও চিনিতে জল কাটবে না।
২। লবঙ্গ – যদি ঢাকনা শক্ত থাকা সত্ত্বেও পিঁপড়ে পাত্রে ঢুকে পড়ে, তাহলে তা প্রতিরোধ করার জন্য চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রাখতে পারেন। লবঙ্গের গন্ধের কারণে পিঁপড়ে দূরে থাকবে।
৩। তেজপাতা – তেজপাতার তীব্র গন্ধ পিঁপড়েদের দূরে রাখে। তাই চিনির পাত্রে তেজপাতা রাখতে পারেন। এতে পিঁপড়ে চিনির পাত্রের কাছে ঘেষবে না।
৪। রসুন – রসুনের কয়েকটি কোয়া খোসা ছাড়িয়ে চিনির ক্যানের কাছে রাখুন। এতে পিঁপড়ে আসতে পারবে না। এছাড়াও, আপনি রসুন গুঁড়ো করে জলে ফুটিয়ে নিতে পারেন। এই জল ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে চিনির বাক্সের বাইরের দিকে স্প্রে করে দিতে পারেন। রসুনের গন্ধ পিঁপড়কে দূরে রাখে।
৫। ভিনেগার – কাপড়ে ভিনেগার ছিটিয়ে চিনির পাত্রের নিচে রাখতে পারেন। পিঁপড়ে ভিনেগারের তীব্র গন্ধ সহ্য করতে পারে না। এতেও দূরে থাকবে পিঁপড়ে।
