AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dark Lips: ধূমপান না করেও ঠোঁটের রং কালো? গোলাপি আভা ফেরাতে কাজে আসবে যে ৬ টোটকা

Lips Care: ধূমপানের অভ্যাস থাকলে সিগারেটের নিকোটিন ঠোঁটকে বিবর্ণ করে তোলে। কিন্তু অনেক ক্ষেত্রে ধূমপান না করেও ঠোঁট কালচে হয়ে যায়। সূর্যালোক, প্রতিদিন লিপস্টিকের ব্যবহার ঠোঁটের গোলাপি আভা কেড়ে নেয়। এই অবস্থায় কাজে আসতে পারে ঘরোয়া টোটকা।

Dark Lips: ধূমপান না করেও ঠোঁটের রং কালো? গোলাপি আভা ফেরাতে কাজে আসবে যে ৬ টোটকা
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 9:30 AM
Share

ধূমপান করেন না। তাও ঠোঁটের রং কালো। কিন্তু আপনি লিপস্টিক ছাড়া একদিনও বাড়ির বাইরে পা রাখেন না। এটাই কিন্তু আপনার ঠোঁটকে কালচে করে তুলছে। লিপস্টিক আপনার লুককে পূর্ণতা এনে দেয়। কিন্তু রোজের ব্যবহারে ক্ষতিও করতে পারে আপনার ঠোঁটের। নামীদামি ব্র্যান্ডের লিপস্টিক পরলে যে এমনটা হবে না, তা নয়। আবার অনেক সময় সূর্যের ক্ষতিকারক রশ্মিও আপনার ঠোঁটের গোলাপি আভা কেড়ে নেয়। এছাড়া ধূমপানের অভ্যাস থাকলে সিগারেটের নিকোটিন ঠোঁটকে বিবর্ণ করে তোলে। ঠোঁটের গোলাপি আভা ফিরিয়ে আনতে পারেন ঘরোয়া উপায়ে। কীভাবে, রইল টিপস।

এক্সফোলিয়েট করুন- প্রতিদিন ঠোঁট এক্সফোলিয়েট করুন। এটি আপনার ঠোঁট থেকে সমস্ত মরা কোষ দূর করতে সাহায্য করে। পাশাপাশি আপনার ঠোঁটকে এনে দেয় কোমলতা। মধুর সঙ্গে চিনি মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দাঁত মাজার ব্রাশ দিয়ে ঠোঁটে ঘষে নিন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

লেবুর রস- লেবুর রসের মধ্যে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট রয়েছে। ঠোঁটে লেবুর রস লাগালে কালচে ভাব দূর হয়ে যেতে পারে। পাশাপাশি ফিরে পেতে পারেন গোলাপি ঠোঁট। পাতিলেবুর রস বের করে নিন। লেবুর রসে তুলোর ডুবিয়ে তা বুলিয়ে নিন ঠোঁটের  উপর। ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। লেবুর রস আপনার ঠোঁটকে শুষ্ক করে তুলতে পারে। তাই লেবুর রস ব্যবহারের পর অবশ্যই ঠোঁটে ময়েশ্চারাইজার মেখে নেবেন।

মধু ও আমন্ড অয়েল- মধু ও আমন্ড অয়েল সমপরিমাণ নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ঠোঁটের উপর ভাল করে লাগিয়ে নিন। এই মিশ্রণটি আপনার ঠোঁটের বর্ণ হালকা করতে সাহায্য করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটি ঠোঁটের উপর ব্যবহার করুন। এটি আপনার ঠোঁটের আর্দ্রতাও বজায় রাখে।

অ্যালোভেরা জেল- যে কোনও ধরনের ত্বকের ক্ষত নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করে অ্যালোভেরা জেল। অল্প পরিমাণ অ্যালোভেরা জেল ঠোঁটের উপর লাগিয়ে নিন। ১৫ মিনিট রাখুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন অ্যালোভেরা জেল ব্যবহার করলে ঠোঁটের কালচে ভাব দূর হয়ে যাবে সহজেই।

হাইড্রেটেড থাকুন- ডিহাইড্রেশনও আপনার ঠোঁটকে কালো করে তুলতে পারে। তাই নজর রাখুন, আপনার স্বাস্থ্যের উপর। প্রচুর পরিমাণে জল এবং তরল খাবার পানীয় খান। যাতে শরীর ডিহাইড্রেটেড না হয় এবং ঠোঁট কালো না হয়।

সূর্যালোক থেকে ঠোঁটকে বাঁচান- সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে ঠোঁটকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন। সানস্ক্রিনের বদলে লিপ বামও ব্যবহার করতে পারেন। তবে, সেই লিপ বামে অবশ্যই যেন এসপিএফ থাকে। এতে আপনার ঠোঁট আর কালো হবে না।