AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Acne-Prone Skin: ব্রণ প্রবণ ত্বকে মেকআপ করার সময় কোন কোন বিষয়ের দিকে নজর দেবেন? রইল টিপস

Oily Skin-Makeup Tips: সবচেয়ে সাধারণ বিষয় হল যে, তৈলাক্ত ত্বকে ব্রণর প্রবণতা বেশি। আর ব্রণ প্রবণ ত্বকে মেকআপ করলে সমস্যা আরও বেড়ে যায়।

Acne-Prone Skin: ব্রণ প্রবণ ত্বকে মেকআপ করার সময় কোন কোন বিষয়ের দিকে নজর দেবেন? রইল টিপস
সবচেয়ে সাধারণ বিষয় হল যে, তৈলাক্ত ত্বকে ব্রণর প্রবণতা বেশি। Image Credit: istockphoto.com
| Edited By: | Updated on: Mar 20, 2022 | 4:21 PM
Share

মেকআপ (Makeup Tips) পরতে কার না ভালো লাগে? অনেকেই রয়েছেন যাঁরা নিয়মিত মেকআপ করেন। ত্বকের ধরন অনুযায়ী মেকআপ পণ্য বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কিন্তু সেটা অনেকেই করেন না। অন্যদিকে, অনেকের ত্বকের ব্রণর (Acne) সমস্যা থাকে। ব্রণর সমস্যার পিছনে বিভিন্ন কারণ দায়ী থাকে। তবে সবচেয়ে সাধারণ বিষয় হল যে, তৈলাক্ত ত্বকে (Oily Skin) ব্রণর প্রবণতা বেশি। আর ব্রণ প্রবণ ত্বকে মেকআপ করলে অনেক সময় সমস্যা আরও বেড়ে যায়। তাই তৈলাক্ত এবং ব্রণ প্রবণ ত্বকে (Acne-Pore Skin) মেকআপ করার সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত, চলুন জেনে নেওয়া যাক।

প্রাইমারের ব্যবহার

তৈলাক্ত এবং ব্রণ-প্রবণ ত্বকে মেকআপ করার আগে প্রাইমার লাগানোই বুদ্ধিমানের কাজ। এটি কেবল আপনার মেকআপকে ঠিক রাখতে সাহায্য করে না, এটি ওপেন পোরসকেও বন্ধ করে দেয়। প্রাইমার প্রয়োগ করার পরে ত্বকের টোন ভাবও দেখা যায়।

মেকআপ ব্রাশ পরিষ্কার রাখুন

যাঁদের তৈলাক্ত ত্বক তাঁদের মেকআপ করার সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার খুব যত্ন নেওয়া উচিত। আপনার ব্রাশ সবসময় পরিষ্কার রাখুন এবং কারওর সঙ্গে শেয়ার করবেন না। অপরিষ্কার ব্লেন্ডার ব্রাশ এবং মেকআপ ব্রাশ ব্যাকটেরিয়ার প্রজনন ক্ষেত্র হয়ে ওঠে, যা আপনার ত্বকের জন্য খুবই ক্ষতিকর হয়ে ওঠে। এটি ত্বকে জ্বালাপোড়া এবং ফুসকুড়ি হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়।

ম্যাট-ফিনিশ পণ্য ব্যবহার করুন 

চকচকে লুক পাওয়ার জন্য অনেকেই অয়েল বেসড মেকআপ পণ্য ব্যবহার করেন। কিন্তু আপনার ত্বক যদি তৈলাক্ত হয় এবং ব্রণর সমস্যা বেশি থাকে তাহলে ম্যাট-ফিনিট পণ্য়গুলি বেছে নিন। পাউডার বেসড পণ্য আপনাকে একটি ক্লাসিক লুক এনে দেবে।

ত্বকের খেয়াল রাখুন

ব্রণপ্রবণ ত্বকে মেকআপ ছাড়া বাঁচা সম্ভব নয়। কিন্তু মেকআপ ছাড়া কয়েক দিন কাটালে আপনার ছিদ্রগুলো একটু দ্রুত নিরাময় হতে পারে। প্রতিদিন মেকআও করলে এটি কেবল আপনার ত্বককে ডিটক্স করে না, এটি ত্বক থেকে প্রয়োজনীয় তেলগুলিকেও দূর করে দেয়। তাই প্রয়োজন ছাড়া মেকআপ করবেন না।

মেকআপ অপসারণে বিশেষ যত্ন নিন

যে দিন মেকআপ করবেন সেদিন বাড়ি ফিরে অবশ্যই মেকআপ তুলবেন। মেকআপ না তুলে ঘুমাবেন না। এতে ব্রণর সমস্যা আরও বাড়তে পারে। মেকআপ অপসারণ করার জন্য ডবল ক্লিনজিং পদ্ধতি ব্যবহার করুন। কারণ একবার ফেসওয়াশ করলে কিংবা শুধু মেকআপ রিমুভার ব্যবহার করলে মুখ পরিষ্কার হয় না। প্রথমে মেকআপ রিমুভার ব্যবহার করে মেকআপ সরিয়ে ফেলুন। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। শেষে নাইট ক্রিম বা অ্যালোভেরা জেল লাগিয়ে নিন।

আরও পড়ুন: মেকআপ দিয়ে ডার্ক সার্কেল ঢাকেন? কারণ জেনে সমস্যার সমাধান করুন