AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Facial Kit: সামনেই বিয়ে বাড়ি? রাতারাতি ত্বকের জেল্লা বাড়াতে কোন ফেসিয়াল করাবেন, রইল টিপস

Winter Skin Care Tips: দিনের পর দিন ত্বকের যত্ন না নিলে, মুখে ময়লার আস্তরণ পড়ে যায়। পাশাপাশি মৃত কোষ জমতে থাকে। এতে ত্বক অক্সিজেন পায় না। ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের সমস্যা বাড়ে। এক্ষেত্রে নিয়মিত ক্লিনজার, ময়েশ্চারাইজারের সাহায্য নিতেই হয়। কিন্তু বিশেষ দিনে ত্বকে অতিরিক্ত জেল্লা পেতে গেলে ফেসিয়ালের সাহায্য নিতে পারেন।

Facial Kit: সামনেই বিয়ে বাড়ি? রাতারাতি ত্বকের জেল্লা বাড়াতে কোন ফেসিয়াল করাবেন, রইল টিপস
| Edited By: | Updated on: Nov 29, 2023 | 12:00 PM
Share

বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি একটি তথ্য বলছে, এক মাসে ৩৫ লক্ষ বিয়ে অনুষ্ঠিত হতে চলেছে গোটা ভারত জুড়ে। সেখানে ২-৩টে বিয়ে বাড়ির নেমতন্ন আপনিও পেয়েছেন। তার সঙ্গে প্রিয় বন্ধু আর ভাই বা বোনয়ের বিয়েও রয়েছে। তাই আপনাকেও সেভাবেই নিজেকে সাজাতে হবে। শীতকালে খসখসে চামড়া আর ফাটা গোড়ালিতে নাজেহাল হয়ে থাকে বাঙালি। আর বিয়ে বাড়ির নেমতন্ন পড়লেই ছোটে পার্লারে। তবে, বছরে একবার কিংবা বিশেষ দিনের আগে ফেসিয়াল করালে খুব একটা লাভ পাওয়া যায় না। কিন্তু সাধারণ ক্রিম বা ফেসপ্যাক দিয়ে রাতারাতি ত্বকের জেল্লা ফেরানো যায় না। তখন বিশেষ যত্নের প্রয়োজন পড়েই।

দিনের পর দিন ত্বকের যত্ন না নিলে, মুখে ময়লার আস্তরণ পড়ে যায়। পাশাপাশি মৃত কোষ জমতে থাকে। এতে ত্বক অক্সিজেন পায় না। ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের সমস্যা বাড়ে। এক্ষেত্রে নিয়মিত ক্লিনজার, ময়েশ্চারাইজারের সাহায্য নিতেই হয়। কিন্তু বিশেষ দিনে ত্বকে অতিরিক্ত জেল্লা পেতে গেলে ফেসিয়ালের সাহায্য নিতে পারেন। যেহেতু সারা বছর ফেসিয়াল করার সময় হয় না, তাই কী ধরনের ফেসিয়াল করলে লাভ পাবেন, তা জানা দরকার।

বাজারে বিভিন্ন ধরনের ফেসিয়াল কিট কিনতে পাওয়া যায়। সেগুলো কিনে আপনি বাড়িতেই ফেসিয়াল করতে পারেন। এতে খুব বেশি ঝক্কি পোহাতে হয় না। পাশাপাশি পার্লারে গিয়ে হাজার খানেক টাকা খসানোরও প্রয়োজন পড়ে না। অনুষ্ঠানের আগে এমন ফেসিয়াল করানো উচিত, যা আপনার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। কিন্তু কোন ধরনের ফেসিয়াল কিট কিনবেন? রইল টিপস।

ট্যান রিমুভাল ফেসিয়াল কিট: মুখে ট্যান পড়েছে? সময় পান না সেই ট্যান তোলার? ট্যান রিমুভাল ফেসিয়াল কিট ব্যবহার করলে এক নিমেষে মুখ থেকে সমস্ত ট্যান দূর হয়ে যাবে। ট্যান রিমুভাল ফেসিয়াল কিট সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায়।

নিম ও টি ট্রি অয়েল ফেসিয়াল কিট: ব্রণ প্রবণ ত্বকে ফেসিয়াল করতে কমবেশি সকলেই ভয় পান। কিন্তু সঠিক ফেসিয়াল কিট বেছে নিলে এমন সমস্যা হয় না। যে সব ফেসিয়াল কিটে নিম ও টি ট্রি অয়েলের মতো প্রাকৃতিক উপাদান রয়েছে, সেগুলো আপনি ব্রণ প্রবণ ত্বকে ব্যবহার করতে পারেন। এই ধরনের ফেসিয়াল কিট তৈলাক্ত ত্বকের জন্য আদর্শ।

ক্লিনআপ কিট: ত্বকে কোনও দাগছোপ বা র‍্যাশের সমস্যা নেই। শুধু একটু মুখ ভাল করে পরিষ্কার করে নিলেই জেল্লা বাড়বে। এমন অবস্থায় ফেসিয়াল ক্লিনআপ কিট ব্যবহার করুন।

ভিটামিন সি ফেসিয়াল কিট: রাতারাতি ত্বকের জেল্লা বাড়াতে ভিটামিন সি ফেসিয়াল কিট ব্যবহার করুন। এই ফেসিয়াল কিট ব্যবহারে আপনার ত্বকে গ্লো আসবে। বিয়ে বাড়িতে নজর কাড়তে পারবেন সকলের।