DIY Hair Pack: বিয়ার দিয়ে হেয়ার প্যাক ট্রাই করে দেখেছেন? আর দুটো উপাদান মিশিয়ে দিলে মেঘবরণ কেশের তকমা কে আটকায়!
Hair Care: বিয়ারের তৈরি হেয়ার মাস্ক বা প্যাকও শ্যাম্পুর মতোই কার্যকর। মাত্র তিনটি উপাদান ব্যবহার করেই বাড়িতেই আপনি হেয়ার মাস্ক বানিয়ে নিতে পারবেন।
চুলে বিয়ার শ্যাম্পুর ব্যবহার সম্পর্কে কমবেশি সকলেই জানেন। অ্যালকোহল যুক্ত পানীয় যে চুলের জন্য কতটা সহায়ক তা বিয়ারকে শ্যাম্পু হিসেবে ব্যবহার না করলে জানা যেত না। আসলে বিয়ারের মধ্যে সিলিকা নামক একটি খনিজ পদার্থ রয়েছে। এই সিলিকায় চুলের জন্য সহায়ক। এটি চুলকে মজবুত ও সুন্দর করে তোলে। তাছাড়া বিয়ারের মধ্যে ম্যাগনেশিয়াম, আয়রনের মতো আরও মিনারেল ও ভিটামিন রয়েছে যা চুলকে সুন্দর করে তুলতে সাহায্য করে। কিন্তু বিয়ারকে শ্যাম্পু ছাড়াও আপনি অন্যভাবেও এটিকে চুলে ব্যবহার করতে পারেন। আমরা কথা বলছি বিয়ার দিয়ে তৈরি হেয়ার প্যাক নিয়ে।
বিয়ারের তৈরি হেয়ার মাস্ক বা প্যাকও শ্যাম্পুর মতোই কার্যকর। বরং বলা চলে, সপ্তাহে একবার যদি আপনি বিয়ারের তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করেন তাহলে কেশবতীর তকমা কেউ এড়াতে পারবেন না। বাড়িতেই আপনি বিয়ার দিয়ে হেয়ার মাস্ক বানিয়ে নিতে পারবেন, কীভাবে চলুন দেখে নেওয়া যাক…
বিয়ারের হেয়ার মাস্ক তৈরি করতে গেলে প্রয়োজন এক কাপ বিয়ার, ১টি পেঁয়াজ ও এক চামচ নারকেল তেল। এই তিনটি উপাদানকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা থকথকে পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি মাথার স্ক্যাল্পে এবং চুলে ভাল করে লাগিয়ে নিন। এরপর এটাকে এভাবেই ১ ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে নেবেন।
অনেকেই হয়তো জানেন যে, পেঁয়াজের রস চুলের জন্য কতটা উপকারী। চুল পড়া রোধ করা থেকে চুলে বৃদ্ধিকে উদ্দীপিত করা, খুশকি দূর করা, চুলের যাবতীয় সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পেঁয়াজের রস। আসলে, পেঁয়াজের মধ্যে বিয়ারের মতোই ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এই উপাদানগুলো চুলকে ভিতর থেকে পুষ্টি জোগাতে সাহায্য করে। পাশাপাশি বিয়ারের সঙ্গে আপনি যখন পেঁয়াজ মিশিয়ে ব্যবহার করছেন তখন এই হেয়ার প্যাকের গুণ হয়ে যাচ্ছে দ্বিগুণ।
অন্যদিকে, নারকেল তেল চুলের জন্য দারুণ সহায়ক। নারকেল তেল চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি খুশকি, চুল পড়ার সমস্যা রোধ করে। এই হেয়ার প্যাকে যখন আপনি নারকেল তেল ব্যবহার করছেন, তখন এটি আপনার চুলকে কন্ডিশনিং করছে।
বিয়ার, নারকেল তেল ও পেঁয়াজ- এই তিনটি উপাদানটি চুলের জন্য ভীষণ উপকারী। তাই এই হেয়ার প্যাক ব্যবহার করলে আপনার চুল পড়া, খুশকির সমস্যা, পাতলা চুল, রুক্ষ ও শুষ্ক চুল ইত্যাদির সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি আপনি পাবেন কালো, ঘন চুল।